নয়াদিল্লি, 4 জুন : শিশুদের উপর কোভিড 19 অতিমারির প্রভাব বিবেচনা করে শিশুদের অধিকার সংরক্ষণের বিষয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অ্যাডভাইসারি জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ একটি বিবৃতিতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সব পক্ষকে বৃহত্তর প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ।
সেখানে বলা হয়েছে, এনএইচআরসি কোভিড 19 অতিমারির প্রসঙ্গে শিশুদের অধিকার সংরক্ষণের জন্য একটি অ্যাডভাইসারি জারি করেছে । শিশুদের উপর প্যানডেমিকের লাগাতার প্রভাব এবং তৃতীয় ঢেউয়ে তাদের কঠোরভাবে আঘাত হানার বিষয়ে বিশেষজ্ঞদের উদ্বেগকে সামনে রেখে এটি জারি করা হয়েছে । করোনা ভাইরাস অতিমারির প্রেক্ষিতে কমিশন যে ধারাবাহিক পরামর্শগুলি জারি করেছে এটি তার পঞ্চম অংশ ৷ লেখা রয়েছে, কমিশন তার সেক্রেটারি জেনেরাল বিম্বধর প্রধানের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং বিভাগ সমূহের সচিবদের এবং রাজ্যগুলির মুখ্যসচিবদের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের একটি চিঠিতে অ্যাডভাইসারির সুপারিশগুলি কার্যকর করার জন্য বলেছে ৷ চার সপ্তাহের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে ৷