নয়াদিল্লি, 26 জানুয়ারি: বয়স্ক নাগরিকদের জন্য আরও একটু ভাবুক কেন্দ্রের সরকার ৷ সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে এমনটাই আবেদন জানিয়েছে বেশ কয়েকটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ এই সংস্থাগুলি মূলত প্রবীণদের নানা সমস্যা নিয়ে কাজ করে ৷ তাদের দাবি, 2023-24 আর্থিক বছরের বাজেটে প্রবীণ নাগরিকদের প্রয়োজনগুলিকে বাড়তি গুরুত্ব দিয়ে সেই মতোই পদক্ষেপ করা হোক ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রধান দাবি হল, আগামী বাজেটে প্রবীণদের বার্ধক্য ভাতা বাড়াতে হবে (NGOs demand to increase Old Age Pension) ৷
এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কাছে আরও কিছু দাবি-দাওয়া ও প্রস্তাব রেখেছে এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ৷ তাদের বক্তব্য, প্রবীণদের ঘাড়ে জিএসটির খাঁড়া ঝোলালে চলবে না ৷ তাঁদের অন্তত কিছু ছাড় দিতে হবে ৷ সেইসঙ্গে, প্রবীণদের জন্য করছাড়েরও দাবি তোলা হয়েছে ৷ এতে দেশের প্রবীণ নাগরিকরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:আর্থিক বৃদ্ধির নিরিখে বাকি বিশ্বকে টেক্কা দেবে ভারত, দাবি রাষ্ট্রসংঘের
সূত্রের খবর, নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে সরকারের কাছে এইসমস্ত দাবি করা হয়েছে ৷ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হিমাংশু রথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে তরুণদের সঙ্গে প্রবীণদের দূরত্ব ক্রমশ বাড়ছে ৷ প্রবীণরা ভীষণভাবে একা ও অসহায় হয়ে পড়ছেন ৷ তাই সরকারকেই তাঁদের জন্য ভাবতে হবে ৷ কেন্দ্রকে এমনভাবে বাজেট তৈরি করতে হবে, যা প্রবীণ নাগরিকদের সহায়ক হবে ৷
হিমাংশু মনে করেন, এই মুহূর্তে প্রবীণদের সামাজিক এবং আর্থিক সুরক্ষা যত দূর সম্ভব নিশ্চিত করা দরকার ৷ অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণরা তাঁদের সঞ্চিত পুঁজির উপর নির্ভর করে বেঁচে থাকেন ৷ অথচ, তাঁদের খরচ কম নয় ৷ বিশেষ করে এই বয়সে এসে চিকিৎসাবাবদ প্রচুর টাকা খরচ করতে হয় ৷ এই বিষয়ে যাতে প্রবীণদের কিছুটা হলেও সুরাহা দেওয়া যায়, সরকারের সেদিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন হিমাংশু ৷
সবদিক বিবেচনা করে হিমাংশু বলেন, মান্ধাতার আমলের নিয়ম মেনে মাসে হাজার, দু'হাজার টাকার বার্ধক্য ভাতা দিয়ে দায় সারলেই হবে না ৷ বর্তমান বাজার ও মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের ব্যবস্থাপনা করতে হবে ৷