বেঙ্গালুরু/ নয়াদিল্লি, 13 মে:কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ এরপরই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে ৷ নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উদগ্রীব রাজ্যের মানুষও ৷ আর 'অনুগ্রহ'তে কে থাকবেন তা বাছতেই রবিবার বৈঠকে বসছে কংগ্রেস পরিষদীয় দল ৷
রাজ্যে কংগ্রেসের চমকপ্রদ প্রত্যাবর্তনের জেরে কার্যত দক্ষিণ ভারত থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ দক্ষিণে বিজেপির একমাত্র দুর্গ ছিল কর্ণাটক ৷ জনাদেশে অবশ্য সেখান থেকেও সরে গেল পদ্ম ৷ আগামী বঠর লোকসভা ভোট, তার আগে অবশ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আছে ৷ কংগ্রেসের এই জয় যে আগামী দিনে তাদের মনোবল আরও বাড়াবে তা দলীয় নেতৃত্বের বক্তব্যেই স্পষ্ট ৷ কিন্তু, এই মুহূর্তে শুধু দল নয়, রাজ্যের মানুষের কাছেও লাখ টাকার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে ? জননেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের নেতৃত্বেই দল রাজ্যে লড়াই করেছে ৷ রাজ্য কংগ্রেসে যে দু'জনেই যে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য ৷ কিন্তু এই দুই নেতার মধ্যেই কি নির্ণায়ক হবেন একজন, নাকি 224 বিধায়কের মধ্যে অন্য কোনও মুখকে খুঁজে নেবে পার্টির হাই কমান্ড ?