পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sukesh Slams Kejriwal: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের - সুকেশ চন্দ্রশেখর

দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলার (Delhi Liquor Scam) আসল মাথা অরবিন্দ কেজরিওয়াল ৷ শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Slams Kejriwal)৷

Sukesh Slams Kejriwal ETV Bharat
সুকেশ ও কেজরি

By

Published : Mar 10, 2023, 6:31 PM IST

Updated : Mar 10, 2023, 7:10 PM IST

বিস্ফোরক দাবি সুকেশের

নয়াদিল্লি, 10 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন 200 কোটি টাকা জালিয়াতি মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Slams Kejriwal)৷ শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টে তাঁর মামলার শুনানিতে অংশ নেওয়ার পরে সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক দাবি করেন তিনি ৷ তাঁর দাবি, সিসোদিয়ার পর এ বার গ্রেফতার হওয়ার পালা কেজরির ৷ তাঁদের অনেক গোপন তথ্য তাঁর কাছে রয়েছে ৷ দিল্লির আবগারি কেলেঙ্কারিতে (Delhi Liquor Scam) জড়িতদের নামও প্রকাশ করবেন বলে দাবি করেছেন সুকেশ ৷

200 কোটি টাকার জালিয়াতি মামলায় আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে (Patiala House Court) শুনানির সময় হাজির করা হয় সুকেশ চন্দ্রশেখরকে (Sukesh Chandrashekhar)৷ আদালত থেকে বেরনোর সময় তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, 2015 সাল থেকে আম আদমি পার্টির মন্ত্রীদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ তিনি অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার সম্পর্কে অনেক গোপন তথ্য জানেন বলেও দাবি করেছেন সুকেশ ৷ দিল্লির মদ কেলেঙ্কারির ঘটনায় যাঁরা জড়িত ছিল, তাঁদের নামও প্রকাশ্যে আনতে চেয়েছেন তিনি ৷

চন্দ্রশেখর বলেছেন যে, তিনি ইতিমধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন ৷ তাঁর দাবি, সত্য প্রকাশিত হয়েছে, এবং পরবর্তীতে প্রকাশিত হবে অরবিন্দ কেজরিওয়ালের সত্য । দিল্লির আবগারি নীতি মামলায় তিনি জড়িত কি না, এ কথা জানতে চাইলে কনম্যান সুকেশ চন্দ্রশেখর বলেন, তিনি মামলার সঙ্গে জড়িত সবার কথা ফাঁস করে দেবেন ।

তাঁর বিস্ফোরক দাবি, কেজরিওয়াল আবগারি নীতি কেলেঙ্কারির আসল মাথা এবং তিনি শীঘ্রই কারাগারের পিছনে থাকবেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ থেকে রেহাই পেতেই কি তিনি আপ নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন ? এই প্রশ্নের জবাবে সুকেশ বলেন, "না, এটা মিথ্যে কথা ।"

আরও পড়ুন:মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

এ দিকে, আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে ধৃত সিসোদিয়াকে আজ দুপুর 2টোয় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আবগারি নীতি মামলায় অর্থ পাচারে সিসোদিয়াকে বৃহস্পতিবার ইডি গ্রেফতার করেছে । তিহাড় সংশোধনাগারে ছিলেন তিনি ৷ বিশেষ বিচারক এমকে নাগপাল শুক্রবার সিসোদিয়াকে আদালতে হাজির করার জন্য ইডির আবেদন মঞ্জুর করেন । ইডি সিসোদিয়ার 10 দিনের রিমান্ড চাইছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার মণীশ সিসোদিয়াকে তিহাড় সংশোধনাগারে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আবগারি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করে ।

Last Updated : Mar 10, 2023, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details