পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Next CM: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? আজ সন্ধ্যায় বিধায়কদের বৈঠক - Karnataka Next CM

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ সন্ধ্য়ায় বৈঠকে বসবেন নবনির্বাচিত বিধায়করা ৷ সেই বৈঠকে শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের নেতার নাম ঠিক করা হবে ৷ প্রার্থী হিসেবে উঠে আসছে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের নাম ৷

Karnataka Next CM ETV BHARAT
Karnataka Next CM

By

Published : May 14, 2023, 12:42 PM IST

বেঙ্গালুরু, 14 মে: কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ? এই প্রশ্নের জবাব খুঁজতে আজ বৈঠকে বসছেন কংগ্রেসের নব নির্বাচিত বিধায়করা ৷ যে বৈঠকে নেতৃত্ব দিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ৷ বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে কংগ্রেসের শীর্ষ নেতারা সন্ধ্যা 6টার সময় এই বৈঠক শুরু করবেন ৷ সেখানে উপস্থিত থাকবেন জয়ী 135 জন বিধায়ক ৷

কংগ্রেস সূত্রে খবর, সিদ্দারামাইয়া অথবা ডিকে শিবকুমারের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে ৷ ওই সূত্রের তরফে বলা হয়েছে, প্রথম দু’বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দায়িত্ব দেওয়া হবে ৷ এরপর শেষ 3 বছরের জন্য ডিকে শিবকুমারের হাতে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার ছেড়ে দেওয়া হবে ৷ এমনকী 2028 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচন শিবকুমারের নেতৃত্বে লড়তে চায় কংগ্রেস ৷

কর্ণাটক কংগ্রেসের ওই সূত্র এও জানিয়েছে যে, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বাছাইয়ের পর আগামিকাল শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ৷ এমনও মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট হবে ৷ কারণ হিসেবে জানা যাচ্ছে, একাধিক শীর্ষনেতা মুখ্যমন্ত্রী পদে নিজেদের দাবিদারি পেশ করতে পারেন ৷ আর এমনটা হলে, গোপন ব্যালটে নবনির্বাচিত বিধায়কদের ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাছাই করা হবে ৷

আরও পড়ুন:19 সাল বাদ ! ইন্দিরা সরণিতে হেঁটে 'হাতের মুঠোয়' চিকমাগালুর

তবে, সেই পর্যন্ত বিষয়টিকে নিয়ে যেতে নারাজ কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্ব ৷ ইতিমধ্যে, প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা সেরে ফেলেছেন মল্লিকার্জুন খাড়গে-সহ এআইসিসি-র শীর্ষ নেতারা ৷ এমনকী রবিবার সন্ধেয় বিধায়কদের বৈঠকের পর, রাজ্য নেতৃত্বের সঙ্গে আবারও আলোচনা করতে পারে এআইসিসি ৷ সেখানে যে নেতা সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন পাবেন, তিনিই মুখ্যমন্ত্রী হবেন ৷ তবে, নির্বাচনের আগে ডিকে শিবকুমার জানিয়ে ছিলেন, "কংগ্রেস অবশ্যই ক্ষমতায় আসবে ৷ আর 15 মে জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করবেন, কে বিধানসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেবেন ৷"

অন্যদিকে, আজ সকালে কর্ণাটক কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে দেখা গেল ভিন্ন জায়গায় ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার নির্বাচনে জয়ের পর সপরিবার মন্দিরে গেলেন এ দিন ৷ টুমকুরের 'নোনাভিনাকেড়ে কাড়াসিদ্দেশ্বর' মন্দিরে ঈশ্বরের আর্শিবাদ নিতে যান ৷ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন শিবকুমার। শুধু তাই নয়, গতকাল রাতে দলীয় এক প্রার্থী 16 ভোটে হারার পর তাঁর হয়ে বিক্ষোভও দেখান তিনি। তাঁর দাবি ইভিএমে কারচুপির জন্য়ই এই ফলাফল।

পাশাপাশি, সিদ্দারামাইয়াকে দেখা গেল বেঙ্গালুরুতে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ৷ সেখানে দুই শীর্ষনেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে ৷ বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা নবনির্বাচিত বিধায়ক প্রিয়াঙ্ক খাড়গেকেও সেখানে দেখা গিয়েছে ৷ এর আগেই সিদ্দারামাইয়ার ছেলে জানিয়েছিলেন কর্ণাটকের উন্নতির জন্য় তাঁর বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। শেষমেশ কে মুখ্যমন্ত্রী হবেন তা হয়ত আজ সন্ধ্যায় ঠিক হয়ে যেতেে পারে ।

ABOUT THE AUTHOR

...view details