নয়াদিল্লি, 3 অক্টোবর: নিউজক্লিক মামলায় গ্রেফতার করা হল এই সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ (UAPA) আইনে পুরকায়স্থকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ এই ডিজিটাল সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মূল অভিযোগ, চিনের ভাষ্য প্রচারের জন্য ওই দেশ থেকে আর্থিক সাহায্য নেয় তারা ৷ মঙ্গলবার সকাল থেকে নিউজক্লিক মামলায় দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ৷ বেস কয়েকজন সাংবাদিকের বাড়ি তল্লাশি চালানো হয় ৷ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় প্রবীর পুরকায়স্থকে গ্রেফতারের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷
এই বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই মামলার তদন্তে 46 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক ডিজিটাল সরঞ্জাম ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে পরীক্ষার জন্য ৷ এই অনলাইন পোর্টালটির সঙ্গে সম্পর্কিত 30টি জায়গায় এখনও পর্যন্ত অভিযান চালানো হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ সাংমবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি হয়েছে জঙ্গি দমন আইন মেনে ৷ এই মামলায় তদন্ত এখনও চলছে বলে পুলিশ জানিয়েছে ৷