পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Newsclick Founder Arrested: গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ, ইউএপিএ ধারা দিল দিল্লি পুলিশ - গ্রেফতার সাংবাদিক প্রবীর পুরকায়স্থ

মঙ্গলবার দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দিল্লি পুলিশ গ্রেফতার করেছে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে ৷ তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ (UAPA) আইনে মামলা হয়েছে ৷

Etv Bharat
প্রবীর পুরকায়স্থ

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:58 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: নিউজক্লিক মামলায় গ্রেফতার করা হল এই সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ (UAPA) আইনে পুরকায়স্থকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ এই ডিজিটাল সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মূল অভিযোগ, চিনের ভাষ্য প্রচারের জন্য ওই দেশ থেকে আর্থিক সাহায্য নেয় তারা ৷ মঙ্গলবার সকাল থেকে নিউজক্লিক মামলায় দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ৷ বেস কয়েকজন সাংবাদিকের বাড়ি তল্লাশি চালানো হয় ৷ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় প্রবীর পুরকায়স্থকে গ্রেফতারের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷

এই বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই মামলার তদন্তে 46 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক ডিজিটাল সরঞ্জাম ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে পরীক্ষার জন্য ৷ এই অনলাইন পোর্টালটির সঙ্গে সম্পর্কিত 30টি জায়গায় এখনও পর্যন্ত অভিযান চালানো হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ সাংমবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি হয়েছে জঙ্গি দমন আইন মেনে ৷ এই মামলায় তদন্ত এখনও চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন:নিউজক্লিকে চিনা অর্থের ব্যবহার নিয়ে তদন্তে সীতারাম ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া জানিয়েছেন, এই মামলায় দিল্লি পুলিশের স্পেশাল সেলের দফতরে 37 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 9 জন মহিলাকে তাঁদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ এই মামলায় প্রবীর পুরকায়স্থ ছাড়াও গ্রেফতার করা হয়েছে অমিত চক্রবর্তী নামে নিউজক্লিকের আরেক সাংবাদিককে ৷ এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা, অনিন্দ চক্রবর্তী, অভিসার শর্মা, উর্মিলেশকে ৷ এছাড়াও এদিন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ইতিহাসবিদ সোহেল হাসমি ও সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের ডি রঘুনন্দন ৷ এই মামলায় এদিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও হানা দেয় পুলিশ ৷

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, তদন্তকারী সংস্থাগুলি আইন মেনে স্বাধীনভাবে কাজ করছে, কেউ ভুল কিছু করে থাকলে তদন্তকারীরা সেইমতো ব্যবস্থা নেবেন ৷ তাঁর কথায়, "যদি বেআইনিভাবে টাকার লেনদেন হয় বা আপত্তিকর কিছু ঘটে তাহলে তদন্তকারীরা তদন্ত করতে পারবে না, এমন নিয়ম কোথাও লেখা নেই ৷ "

ABOUT THE AUTHOR

...view details