পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : Jun 9, 2021, 9:02 AM IST

1.বেসরকারি হাসপাতালে করোনা টিকার দাম বেঁধে দিল কেন্দ্র

বেসরকারি হাসপাতালগুলির জন্য 25 শতাংশ ভ্যাকসিন বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এতে প্রশ্ন ওঠে যে কেন্দ্র ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে অনেক বেশি লাভের সুবিধে করে দিচ্ছে ৷ তাই এবার প্রাইভেট হাসাপাতালে টিকার সর্বোচ্চ দাম নির্দিষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷

2.ভারত বায়োটেকের ক্যাম্পাসের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

হায়দরাবাদে ভারত বায়োটেকের ক্যাম্পাস পাহারায় থাকবে 64 জন সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান ৷ দেশবাসীর জীবনের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

3.চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি হবে 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কমেছে অর্থনৈতিক বৃদ্ধি ৷ এপ্রিলের ভবিষ্য়দ্বাণী থেকে সরে গিয়ে বিশ্ব ব্য়াঙ্ক জানাল, জিডিপি বৃদ্ধি পাবে 8.3 শতাংশ ৷

4.হারের পর্যালোচনা বৈঠকে কেন অনুপস্থিত মুকুল-শুভেন্দু ?

মঙ্গলবার ভোটে হারের ময়নাতদন্ত করল বিজেপি ৷ কলকাতার হেস্টিংসে দলের দফতরে হল রাজ্য কমিটির বৈঠক ৷ সেই বৈঠকে দেখা মিলল না মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর ৷ শুভেন্দু অবশ্য দিল্লিতে ছিলেন ৷ কিন্তু মুকুল কেন অনুপস্থিত রইলেন ?

5.ত্রিপল চুরি আমার লেভেল নয় : শুভেন্দুকে পাল্টা অভিষেকের

মঙ্গলবার দিনের শেষে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু-দিলীপকে একহাত নিলেন অভিষেক ৷ বললেন, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার আগে বিজেপি নেতৃত্ব নিজের অন্তর্কলহ মেটাক । পাশাপাশি নিজের রাজনৈতিক 'লেভেল'-ও স্পষ্ট করলেন ৷ বললেন, "ত্রিপল চুরি আমার লেভেল নয় ৷"

6.কানপুরে বাস দুর্ঘটনায় মৃত 17, 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মোদি-যোগীর

কানপুরে আউটারের এসপি অস্তভুজা প্রসাদ সিং বলেন, কিষাণ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি দ্রুতগতির বাস রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, জেসিবিটি হাইওয়ের অন্যপ্রান্তে ছিটকে পড়ে ৷ বাসটিও উল্টে একটি পরিখাতে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন ৷

7.ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই আরামবাগে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে অনুদান রাজ্যের

গতদিনের ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে রাজ্যে মোট 27 জনের মৃত্যু হয়েছে ৷ রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে গতকাল রাতেই ৷ তার 24 ঘণ্টার মধ্যেই আরামবাগে মৃতদের পরিবারগুলিকে সেই অনুদানের চেক দেওয়া হল ৷

8.বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির

নির্বাচনে পরাজয়ের পর এবার শৃঙ্খলরাক্ষা কমিটি গঠন করল বিজেপি । 3 সদস্যের কমিটিতে রয়েছেন সাংসদ সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং রথীন বসু ।

9.French Open 2021: সেমিফাইনালে অবাছাই তামারা, ফাইনালের পথে সিসিপাসের লড়াই জেরেভের সঙ্গে

অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জার্মানির টেনিস তারকা অ্যালেক্সজান্ডার জেরেভ হারালেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আলেজান্দ্রো ফোকিনাকে ৷ খেলার ফলাফল 6-4, 6-1, ও 6-1 ৷ এই নিয়ে নিজের কেরিয়ারে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জেরেভ ৷

10.সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার

মুক্তি পেল নেটফ্লিক্সের ফিল্ম রে-র ট্রেলার (Ray trailer) ৷ এই ছবি তৈরি হয়েছে সত্যজিত্ রায়ের (Satyajit Ray) চারটি ছোট গল্প নিয়ে ৷ মূখ্য চরিত্রে দেখা যাবে আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, কেকে মেনন ও মনোজ বাজপেয়িকে ৷

ABOUT THE AUTHOR

...view details