পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - National Ganga Council Meeting

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Top News
বিকেল 5টা

By

Published : Dec 30, 2022, 5:04 PM IST

1. Jai Shree Ram: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

শুক্রবার হাওড়া স্টেশনে রেলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম (Jai Shree Ram) স্লোগান দেওয়া হয় ৷ এই নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক তরজা চরমে উঠেছে ৷

2. National Ganga Council Meeting: ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের নেতৃত্বে মোদি

ভিডিয়ো কনফারেন্সিংয়ের (Modi virtually chairs Meeting) মাধ্যমে কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের (National Ganga Council Meeting) নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

3. Mamata Banerjee: তাঁর পরিকল্পিত রেল প্রকল্পগুলির উদ্বোধনে খুশি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ একাধিক রেলপ্রকল্পের উদ্বোধন হল ৷ আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ অন্যরা ৷ সেখানে মমতা জানান, এদিন উদ্বোধন অধিকাংশ প্রকল্পের পরিকল্পনা তাঁর রেলমন্ত্রী থাকাকালীন নেওয়া হয় ৷

4. Pele Demise: "তোমার স্থান ঈশ্বরের একাসনে", সম্রাটকে শেষ বিদায় তাঁর বিশ্বজয়ী দলের সতীর্থের

তিনি 'ব্ল্যাক ডায়মন্ড' ৷ অনেক বছর আগে বুটজোড়া তুলে রাখলেও হীরের আলোচ্ছ্বটা এতদিন অভিভাবকের মতো আগলে রেখেছিল ফুটবল জগৎকে ৷ তাই এডসন আরান্তেস দো নাসিমেন্তো'র প্রয়াণে ফুটবল (Pele Demise) আজ অভিভাবকহীন ৷ শোকাহত ফুটবল জগৎ সম্রাটের বিদায়ে লিখল নানা কথাই ৷

5. Akbar on Pele: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ

"সেদিন আমি পরপর দু'বার গোলে শট নিয়েছিলাম । কিন্তু ওদের গোলকিপার বিশ্বসেরা । অসাধারণ সেভ করায় স্কোরবুকে আমার নামটা উঠল না । তবে ওদিন সুধীরের (সুধীর কর্মকার) একটা ক্লিন ট্যাকলে ওরা পেনাল্টি পায় । নইলে সেদিন ড্র নয়, পেলের টিমকে হারিয়েই আমরা মাঠ ছাড়তাম (Akbar remembers Pele after his demise) ।" ইটিভি ভারতের প্রতিনিধি অনুভব খাসনবীশের কাছে নস্টালজিয়ার ঝুলি উপুড় করলেন কলকাতা ময়দানের ছোটে মিয়াঁ, 'বাদশা' আকবর ।

6. Vande Bharat Express: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি

পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হঠাৎ মাতৃবিয়োগের জেরে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুরু করান তিনি ৷ একইসঙ্গে, এদিনই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবারও (Joka Taratala Metro Service) পথচলা শুরু হল মোদির হাতে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বন্দে মাতরমেরও প্রসঙ্গ টানেন মোদি ৷

7. Police Arrest Husband: স্ত্রীকে পিটিয়ে খুন ! জঙ্গল থেকে পাকড়াও স্বামী

ভিনরাজ্যে নিয়ে গিয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার (Police Arrest Husband) করা হয়েছে ৷ নিহত মহিলা ও অভিযুক্ত স্বামী-দু'জনই আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ খুনের ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) শিমলার (Shimla) একটি ভাড়া বাড়িতে ৷

8. Vande Bharat Express: বোলপুর স্টেশনে বন্দে ভারত, ধরা পড়ল উচ্ছ্বাস-ধস্তাধস্তির মিশ্র কোলাজ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আসতেই উচ্ছ্বাস । জাতীয় পতাকা হাতে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে ট্রেনটিকে স্বাগত জানালেন বোলপুর স্টেশনে উপস্থিত আম জনতা (Vande Bharat Express at Bolpur) ৷ ধরা পড়ল কিছু অনভিপ্রেত দৃশ্যও ৷ স্টেশনে এদিন উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছিল বিশাল সংখ্যক রেল পুলিশ ।

9. Pele Passed Away: প্রয়াত ফুটবলের সম্রাট, মন ভার রাজনীতির খেলোয়াড়দেরও

কিংবদন্তি ফুটবলার পেলের প্রয়াণে (Pele Passed Away) শোকস্তব্ধ ভারতের রাজনৈতিক নেতা, নেত্রীরাও (Political Leaders of India) ৷ শোকবার্তায় (Condolences) সেকথা জানালেন তাঁরা ৷

10. Urvashi Wishes Pant: সত্যিই ঋষভের জন্য উদ্বিগ্ন? ইনস্টায় ঊর্বশীর রহস্য-পোস্ট

সোশাল মিডিয়ায় পন্তের দ্রুত আরোগ্য কামনা করলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela shares post with cryptic message after) ৷ এদিন ইনস্টায় এক রহস্যময় পোস্ট করেন অভিনেত্রী ৷ নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, "প্রার্থনা করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details