1. Good Governance Day: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির
আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিবস ৷ দেশে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে 'গুড গভর্নেন্স ডে' পালিত হচ্ছে (Good governance day Tributes to former PM Atal Bihari Vajpayee 98th Birthday) ৷
2. Atal Bihari Vajpayee: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মোদির
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন (Tributes to Former PM Atal Bihari Vajpayee) করলেন নরেন্দ্র মোদি ৷ এদিন বাজপেয়ীর স্মৃতি সৌধ ‘সদাই অটল’- (Sadaiv Atal)এ শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন ৷
3. Year Ender 2022: বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো
আলিয়া-বিপাশার মা হওয়ার খবর থেকে রণবীরের নগ্ন পোস্টার...2022 সালে বিনোদন জগতে ঠিক ঘটে গেল অনেক কিছু ৷ বছর শেষে ফিরে দেখা এরকমই কিছু চর্চিত বিষয় (looking back at a glance Top 12 News of 2022) ৷
4. Tej Pratap Yadav Car Collided: বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদবের গাড়িতে ধাক্কা, গ্রেফতার 2
গভীর রাতে হাসপাতাল চত্বরে দুর্ঘটনার কবলে পড়ল বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদবের গাড়ি (Tej Pratap Yadav Car Collided) ৷ লালু প্রসাদ যাদবের বড় ছেলের গাড়িতে ধাক্কা দেয় অপর একটি গাড়ি । সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে । অভিযুক্ত চালক-সহ দু'জনকে আটক করেছে পুলিশ ।
5. IIT Kharagpur: মালয়েশিয়ায় প্রতিষ্ঠান গড়ছে আইআইটি খড়গপুর
মালয়েশিয়ায় প্রতিষ্ঠান গড়তে চলেছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সেখানকার অধিকর্তা ভিকে তিওয়ারি শনিবার সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা জানিয়েছেন ৷