1. Lalan Sheikh Death Investigation: লালন শেখ মৃত্যু মামলায় সিআইডি তদন্তে আস্থা কলকাতা হাইকোর্টের
লালন শেখ মৃত্যু মামলার তদন্তভার সিআইডি-র হাতেই রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Trusts on CID in Lalan Sheikh Death Investigation) ৷ আপাতত সিআইডি এই মামলার তদন্ত করবে বলে জানিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ ৷
2. IPL Auction 2023: নিলামে কাদের দলে নিতে মরিয়া নাইটরা ?
আইপিএল 16’র আগে আজ মিনি অকশন (IPL Auction 2023) ৷ সেখানে 10 ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল সাজানোর কাজ শুরু করবে ৷ সবার নজরে ইংল্যান্ড টেস্ট দলে অধিনায়ক বেন স্টোকসের দিকে (Ben Stokes in Focus at IPL Mini Auction) ৷
3. Defence Equipment: 84 হাজার 328 কোটি টাকার সামরিক পণ্য কেনায় ছাড়পত্র কেন্দ্রের
ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷ সশস্ত্রবাহিনীগুলির জন্য 84 হাজার 328 কোটি টাকা (₹84, 328 Crore) মূল্যের সামরিক সরঞ্জাম (Defence Equipment) কেনার প্রস্তাব মঞ্জুর করল তারা ৷
4. Pahalgam: মানসিক অসুস্থের তাণ্ডবে পহেলগামে তিনজনের মৃত্যু, ছ’জনের বেশি জখম
শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে (Pahalgam) মানসিক ভাবে অসুস্থ এক ব্যক্তি (Mentally Challenged Person) তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে মৃত্যু হয় তিনজনের ৷ আহত অন্তত ছ’জন ৷
5.Intranasal Covid Vaccine: কো-উইনেও এবার মিলবে ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন
করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্টের (BF 7 Variant) সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক ভারত সরকার ৷ এই পরিস্থিতিতে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য ভারত বায়োটেকের (Bharat Biotech) ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিনের (Intranasal Covid Vaccine) অনুমোদন দেওয়া হয়েছে ৷