1. West Bengal Weather Update: চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত বঙ্গে
আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার স্বাভাবিকের নীচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ।
2. Encounter breaks out at Anantnag: অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই
উপত্যকায় আবারও গুলির লড়াই । জানা গিয়েছে অনন্তনাগের চেকি দুদ্দো এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের গুলির লড়াই শুরু হয়েছে (Fresh encounter started in Anantnag area of Jammu and Kashmir ) । গত কয়েক মাসে উপত্যকার বিভিন্ন জায়গায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছে । তাতে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা ।
3. Terrorist Harvinder Singh Died: সিধু মুসেওয়ালা খুনে জড়িত জঙ্গি হরবিন্দর সিংয়ের মৃত্যু লাহোরে
শনিবার পাকিস্তানের লাহোরে মারা গেল জঙ্গি হরবিন্দর সিং ওরফে লিনডা ৷ সে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে জড়িত (Sidhu Moose Wala murder case accused Harvinder Rinda Died in Lahore Pakistan) ৷
4. Madan Mitra: তৃণমূল কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান মদন !
দিলীপবাবু বলেছেন ওরা ওদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন । রাজ্যের বিভিন্ন জায়গায় যে অস্ত্র পাওয়া যাচ্ছে সেগুলি হয়ত তারই কোনও অংশ হবে ৷ তবে আমি বলেছি কোথায় কোথায় পৌঁছচ্ছে তা জানতে পারলে আমাদের সুবিধা হয় । আমাদের কর্মীরা ওগুলো নিয়ে নেবে ৷ আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছেন তাঁরা ট্রেনিং দেবে কীভাবে ব্যবহার করতে হয় ।
5. Market Price of Kolkata: কতটা বাড়ল মাছ-মাংস-সবজির দাম ? জেনে নিন আজকের বাজারদর
শীত আসছে ৷ বাজারে মরশুমি সবজি উঠেছে ৷ বাজারে মাছের জোগানও বেশ ভালো ৷ বাজার যাওয়ার আগে দেখে নিন, কার কী দাম (Kolkata Market Price) ৷