পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - top 5

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

top news at 5 pm
টপ নিউজ বিকেল 5টা

By

Published : Nov 13, 2022, 5:03 PM IST

1.BJP Lootera Poster: কেজরিওয়ালের পরিচালনায় 'লুটেরা'র নায়ক সিসোদিয়া, নতুন পোস্টারে আপ'কে কটাক্ষ বিজেপির

আবগারি দুর্নীতি, অর্থজালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ঘুষ দেওয়ার বিস্ফোরক অভিযোগ- সব মিলিয়ে চাপেই আছে আপ ৷ তার মধ্যে মোদি-রাজ্য গুজরাত বিধানসভা নির্বাচনে অন্যতম বিরোধী দল (BJP takes a dig at AAP) ৷

2.Dengue Awareness by KMC: টনক নড়ল অবশেষে! আগামী বছর শুরু থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হবে কেএমসি

এবছর যেভাবে ডেঙ্গি তার প্রভাব বিস্তার করেছে তাতে চিন্তিত স্বাস্থ্য দফতর (Health Department) ৷ ডেঙ্গি সচেনতায় নবান্নের তরফে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পৌর এলাকাগুলিতে ৷ আর এই চাপের মুখে শেষে টনক নড়ল কলকাতা কর্পোরেশনের। ডেঙ্গি, ম্যালেরিয়ার মরশুমে নয় আগামী বছরের প্রথম দিন থেকেই মশা নিয়ন্ত্রণে পথে নামছে কলকাতা কর্পোরশনের (Kolkata Municipal Corporation)স্বাস্থ্য বিভাগ।

3.Shah Rukh Khan: শাহরুখ নন, মুম্বই বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁর দেহরক্ষীকে !

শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে (Mumbai International Airport) আটকানো হয়েছে বলে যে খবর সম্প্রচারিত হয়েছিল, তা সঠিক নয় ৷ এমনটাই দাবি করেছে শুল্ক বিভাগের (Customs Department) মুম্বই কার্যালয় ৷ তাঁদের বক্তব্য, আটকানো হয়েছিল শাহরুখের দেহরক্ষী রবি সিংকে (Ravi Singh) ৷

4.Mukesh Ambani: লিভারপুল কিনছেন মুকেশ অম্বানি? 'দ্য মিরর'-এর রিপোর্টে হইচই

সালাহ-ফিরমিনোদের ক্লাবের নয়া মালিক কে হবেন? তা জানতে আগ্রহ তুঙ্গে ফুটবল জনতার ৷ এমতাবস্থায় 'দ্য মিরর'-এর (The Mirror) রিপোর্টে শোরগোল ৷ ব্রিটেনের দৈনিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, লিভারপুল কেনার দৌড়ে সামিল হয়েছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি (Mukesh Ambani enters race to buy Liverpool FC) ৷

5.Haj Yatra: কমল হজ যাত্রার খরচ ! উঠে গেল বয়সসীমাও

কেন্দ্রীয় সরকার হজ তীর্থযাত্রীদের খরচ হ্রাস করল ৷ এখন থেকে প্রত্যেক হজ যাত্রীর 1 লক্ষ টাকা কম খরচ হবে ৷ বয়সের সীমাও থাকছে না (Haj Pilgrimage News) ৷

6.T-20 World Cup: ব্রিটিশ বোলিংয়ে সামনে ধরাশায়ী পাক ব্যাটাররা, কাপ জিততে ইংল্যান্ডের চাই 138

টি-20 বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে মাত্র 137 রানে থামল পাকিস্তানের ইনিংস ৷ ফাইনালেও দুরন্ত পারফর্ম্যান্স স্যাম কারেনের (England Bowlers Restrict Pakistan Batting in Final) ৷

7.BJP Challenges Kejriwal: লাই ডিটেক্টর টেস্টে বসে সততার প্রমাণ দিন, কেজরিকে চ্যালেঞ্জ বিজেপির

লাই ডিটেক্টর টেস্টে (Lie detector test) বসে সততার প্রমাণ দিন ৷ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এ দিন ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (BJP Challenges Kejriwal)৷

8.Unmanned trains in India: দেশে খুব শীঘ্রই চালু হচ্ছে চালকবিহীন ট্রেন

দেশ খুব শীঘ্র পেতে চলেছে চালকবিহীন ট্রেন ৷ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (DMRC)-এর সঙ্গে মিলে দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করতে ট্রেন কন্ট্রোল সিস্টেম (i-CBTC) সম্পন্ন একটি চুক্তি স্বাক্ষর করেছে ৷ ভারতে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এই ট্রেন ৷

9.Locket Chatterjee: মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, দাবি লকেটের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরি ৷ এ নিয়ে উত্তাল রাজনৈতিক মহল ৷ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এফআইআর দায়ের করলেন (Locket Chatterjee FIR in New Delhi) ৷

10.Ayodhya Mosque: আগামী বছরই অযোধ্যায় শেষ হবে মসজিদ নির্মাণের কাজ, জানাল অছি পরিষদ

2023 সালের ডিসেম্বর মাসের (December 2023) মধ্যেই অযোধ্যার নির্ধারিত জমিতে মসজিদ (Ayodhya Mosque) তৈরির কাজ শেষ হবে ৷ তারপর অন্য ইমরাত নির্মাণ হবে ৷ সংবাদমাধ্যমকে একথা জানালেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের (Indo Islamic Cultural Foundation Trust) সম্পাদক আতর হুসেন (Athar Hussain) ৷

ABOUT THE AUTHOR

...view details