1.Jammu-Kashmir Encounter: সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই
আবারও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে জঙ্গিদের । জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কাপেরান এলাকায় শুক্রবার ভোর থেকে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে । টুইট করে এই খবর দিয়েছে জম্মু- কাশ্মীর জোনের পুলিশ (Encounter breaks out in Shopian area) ।
2. Govt to Enter in Retail Liquor Business: উত্তরবঙ্গের তিন জেলায় 92টি মদের দোকান খুলছে রাজ্য
উত্তরবঙ্গের তিন জেলায় মোট 92টি দোকান খুলবে প্রশাসন । এর মধ্যে দার্জিলিঙে থাকবে 42টি, আলিপুরদুয়ারে 31টি এবং কালিম্পঙে 19টি দোকান (The West Bengal State Beverages Corporation to open 92 shops across 3 districts of North Bengal) ।
3. Jalpaiguri Zilla Parishad: স্মারকলিপি জমা নেওয়া নিয়ে সভাধিপতির-সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে
জেলাপরিষদে সভাধিপতি উপস্থিত থাকাকালীন সহ সভাধিপতি কংগ্রেসের স্মারকলিপি জমা নিয়েছেন । এ নিয়ে জলপাইগুড়িতে সভাধিপতি-সহকারী সভাধিপতির দ্বন্দ প্রকাশ্যে (Conflict Between President and Vice President of zilla parishad) ৷
4. Jalpaiguri Bee Farming: গ্রামে হাতির হানা রুখতে মৌমাছি চাষ, আর্থিক লাভও হচ্ছে গ্রামবাসীদের
বক্সার জঙ্গল লাগোয়া বন-বস্তি বা গ্রামগুলোতে হাতির হানা রুখতে মৌমাছি চাষের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা (Bee Farming to Prevent Elephant Attacks) ৷ মৌমাছি চাষের ফলে মধু সংগ্রহ করে রোজগার হচ্ছে । পাশপাশি কমেছে হাতির হানাও ।
5. Mamata Banerjee: এখনই ভাগ হবে না 7 জেলা, নদিয়ায় ঘোষণা মমতার
প্রাশাসনিক বৈঠক থেকে মমতা জানান, এখনই 7 জেলা বিভক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না (Division of Seven Districts of West Bengal) ৷) ৷ দু‘টি নতুন জেলা ছাড়া আর কোনও বিভক্তীকরণ হচ্ছে না। আপাতত উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে দুটো নতুন জেলা হবে- বসিরহাট এবং সুন্দরবন।