পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS: রাত 9টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
news at a glance

By

Published : Oct 31, 2022, 9:01 PM IST

1.Partha Chatterjee: একশো শতাংশ দলের সঙ্গে আছি, আদালত থেকে বেরিয়ে বললেন পার্থ

সোমবার আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ৷ আদালত তাঁকে আবারও জেল হেফাজতে পাঠিয়েছে ৷ জেল থেকে বের হওয়ার সময় পার্থ জানান যে তিনি একশো শতাংশ তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে আছেন ৷

2. Kolkata Police: অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ

কলকাতার রাস্তায় অপ্রয়োজনীয় ভাবে গাড়ির হর্নের উপর নিয়ন্ত্রণ করতে চায় লালবাজার ৷ তাই কলকাতার পথে এবার বসবে অ্যাকুয়াস্টিক ক্যামেরা (Acoustic Camera) । যা দিয়ে গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷

3.Gujarat Bridge Collapse: সেতু বিপর্যয়ে দোষীরা 6 মাসের মধ্যে জেলে যাবেন, দাবি সুকান্তর

গুজরাতে সেতু ভেঙে বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) প্রসঙ্গ উঠতেই ফের একবার কলকাতার পোস্তায় নির্মীয়মান ওভারব্রিজ ভেঙে পড়ার কথা বললেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

4. Partha Chatterjee: 30 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই পার্থ-অর্পিতা

সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এসএসসি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ পার্থর আর্জি সায় নেই বিচারকের ৷ আরও একমাস বিচারবিভাগীয় হেফাজতেই পার্থ-অর্পিতা ৷

5. Morbi Bridge Collapse: সহায় ছিল গাছের ডাল, মোরবি সেতু দুর্ঘটনার কাহিনী শোনালেন অশ্বিন

গুজরাতের মোরবি সেতু দুর্ঘটনায় (Morbi Bridge Collapse) বেঁচে যান অশ্বিন মেহরা । হাসপাতালে শুয়ে শোনালেন ব্রিজ ভাঙার সময়ের (Gujarat Bridge Disaster) বেদনাদায়ক কাহিনী ৷

6.TMC Slams PM Modi: পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের

2016 সালে কলকাতায় ভেঙে পড়ে পোস্তা ব্রিজ ৷ সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এবার সেই প্রসঙ্গ টেনে মোদিকে বিঁধল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

7. India's Tour of NZ: বিশ্বকাপের মধ্যেই পরবর্তী দু'টি সফরের দলঘোষণা, নিউজিল্যান্ড সফরে নেতা বদল টিম ইন্ডিয়ার

রোটেশন মেনে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরে ভারতের টি-20 দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ কারণ, ওই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ৷

8. Sukanta Slams TMC: পোস্তা ব্রিজ ভাঙার 6 বছর পরও কেউ শাস্তি পায়নি, গুজরাত নিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর

পোস্তা সেতু ভেঙে (Posta Bridge Collapse) পড়ার পর ছয় বছর কেটে গেলেও এখনও কেউ শাস্তি পায়নি (Sukanta Slams TMC)৷ গুজরাতের মোরবি ব্রিজ (Gujarat Disaster ) বিতর্কে শাসকদলের আক্রমণে এ ভাবেই জবাব দিলেন সুকান্ত মজুমদার ৷

9. Sourav Ganguly: ফাইনাল খেলবে রোহিতের ভারত, আশাবাদী সৌরভ

প্রথম দু'ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারানোর পর রবিবার পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় দলকে। তবুও বিরাটদের উপরেই ভরসা রাখছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সৌরভ জানালেন, টিম ইন্ডিয়া ফাইনালে খেলবে (Sourav Ganguly predicted that India will play T20 WC final) ৷

10. Kolkata Metro Railway: শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো !

খুবই শীঘ্রই কলকাতা মেট্রোর (Kolkata Metro Railway) পার্পল লাইন (Purple Line)-এর একাংশে অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা চালু করতে পারে কর্তৃপক্ষ ৷ তার জন্য শুরু হয়েছে তৎপরতা ৷

ABOUT THE AUTHOR

...view details