1.Currency Note Controversy: নোটে মহাত্মা গান্ধির ছবি কেন ? নেতাজির ছবি ছাপানোর দাবি হিন্দু মহাসভার
ভারতের সব নোটেই মহাত্মা গান্ধির ছবি আছে ৷ তা নিয়ে প্রশ্ন তুলেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ৷ কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির অবদানও গান্ধিজির থেকে কম নয় বলে মনে করে তারা (Netaji's photo on currency notes replacing Gandhi's) ৷
2.UK PM Election: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে ? দৌড়ে এগিয়ে ঋষি সুনক
এখনও পর্যন্ত 93 জন সাংসদের সমর্থনে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak leads UK PM Race) ৷ প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিতে তাঁর অন্তত পক্ষে 100 জনের সমর্থন প্রয়োজন (UK PM Election) ৷
3.Arijit Singh: 'মিডিয়া মানে ব্যবসা, আমার কোনও আগ্রহ নেই', দাবি অরিজিতের
তিনি মোটেও 'মিডিয়া সাই' নন ৷ এমনটাই বললেন অরিজিৎ সিং (Singer Arijit Singh latest interview )৷ তিনি বলেন, "আমি মোটেই মিডিয়া সাই নই ৷ মিডিয়া একটি ব্যবসা এবং এর সঙ্গে আমার তেমন কোনও যোগ নেই ৷ যেটুকু আছে তা শুধুই কাজের জন্য ৷ আমি কাজ করি এবং যদি সেটি ভালো হয়, তবে এটি মিডিয়ার জন্য একটি পণ্য । আমি নই । তাই আমি এড়িয়ে চলি (সংবাদমাধ্যম) (Arijit Singh on Media)৷"
4.Horrific Accident in MP: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 14, আহত 40
ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ । রেওয়া এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমকরে 14 জন । জখম হয়েছেন কমবেশি 40 জন । পুলিশ সূত্রে জানা গিয়েছে সোহাগি পর্বতের কাছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় (Road accident in Rewa area of MP) ।
5.Sotti Premer Galpo: দেখতে নয়, শুনতে হবে 'সত্যি প্রেমের গল্প'
ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায় স্পটিফাই ইন্ডিয়ায় আসছে অডিয়ো 'সত্যি প্রেমের গল্প' (New Audio Series Sotti Premer Galpo)। কণ্ঠ দেবেন পুষ্পিতা পাত্র, সায়নী মজুমদার, বুলবুল বিশ্বাস, সায়ন্তন হালদার, আকাশ পাত্র, কিঞ্জল চক্রবর্তী, মলয় ঘোষ থেকে শুরু করে অনেকে।