1.Sikkim Landslide: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন
ধসের কবলে পড়ে বিপর্যস্ত সিকিমের একাংশ (Sikkim Rain)৷ আটকে বহু পর্যটক ৷ বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ এই পরিস্থিতিতে উদ্ধার কাজে নেমে এখনও পর্যন্ত প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদে সরিয়েছে সিকিম প্রশাসন ও সেনা ৷
2.Mamata Banerjee: পুজোর পরেই অন্য চেহারায় ফিরবে তৃণমূল, ঘোষণা মমতার
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় আলিপুরের উত্তীর্ণতে ৷ সেখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, পুজোর পরেই অন্য চেহারায় ফিরবে তৃণমূল ৷
3.Illegal Arms Recovered: বিপুল আগ্নেয়াস্ত্র-সহ কলকাতায় ধৃত 4, রয়েছে মুঙ্গের যোগ
কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধরা পড়েছে 4 অস্ত্র কারবারি (Illegal Arms Recovered) ৷ উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র (illegal arms recovered by STF of Kolkata Police) ৷
4.Mamata Slams BJP: ক্ষমতাহীন হলে বিজেপিরও কান মুলবে এজেন্সি, হুঁশিয়ারি মমতার
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় আলিপুরের উত্তীর্ণতে ৷ সেখানেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে বিজেপি (BJP) বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷
5.Locket Chatterjee: শাসক তৃণমূলের হয়েই কাজ করছে পুলিশ, কটাক্ষ লকেটের
বৃহস্পতিবার হুগলির ভদ্রেশ্বরে দলের এক কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ সেখানে তিনি একাধিক ইস্যুতে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷ পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন ৷