পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top News: দুপুর 1টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 1 pm) ।

top news at 1 pm
টপ নিউজ দুপুর 1টা

By

Published : Sep 18, 2022, 1:02 PM IST

1.Narendra Modi Medical College: স্টেডিয়ামের পর আমেদাবাদে মেডিক্যাল কলেজ প্রধানমন্ত্রীর নামে

আগে মোতেরা স্টেডিয়ামের নাম বদল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করা হয়েছিল ৷ এবার আমেদাবাদের একটি মেডিক্যাল কলেজের নাম বদল করল পৌরনিগম (Medical College renamed after Narendra Modi) ৷

2.Coronavirus in India: পিছু ছাড়ছে না কোভিড, দেশে অনেকটাই বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

দেশে (Covid 19 in India) গত 24 ঘণ্টায় আরও 5,664 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অ্যাক্টিভ রোগীর (Active Covid cases rise) সংখ্যা একদিনে 1,074 বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হয়েছে 47,922 জন (Coronavirus in India)৷

3.Daulatabad Fort: দৌলতাবাদ দুর্গের নাম বদলে ফের দেবগিরি করতে তৎপর মহারাষ্ট্র সরকার

দৌলতাবাদ দুর্গের (Daulatabad Fort) পুরনো পরিচয় ফেরাতে তৎপর মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ ফেরানো হবে দুর্গের দেবগিরি (Devgiri) পরিচয় ৷

4.NIA Probe in PFI Case: জঙ্গিযোগের তদন্তে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এনআইএ'র 24টি টিম

অন্ধ্রপ্রদেশের কুর্নুল, নেলোর, কাদাপা এবং গুন্টুর এবং তেলেঙ্গানার নিজামবাদে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 24টিরও বেশি দল । পিএফআই ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শাদুল্লার বাড়িতেও চলছে তল্লাশি (NIA conducts searches in relation to PFI case) ৷

5.WB BJP: কলকাতা বিমানবন্দরে রাজ্যের বিজেপি ইনচার্জ মঙ্গল পাণ্ডে

রবিবার কলকাতা শহরে এসে পৌঁছলেন রাজ্য বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডে(State BJP in charge Mangal Pandey arrived at Kolkata Airport)। এদিন তাঁর সঙ্গে আসেন রাজ্য বিজেপির কো-ইনচার্জ আশা লেখা । তাঁদের স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক । ছিলেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(WB BJP)।

6.ECL Coal Mine: জামুড়িয়ায় ইসিএলের কয়লা খনিতে ধস, মৃত 1

জামুড়িয়ায় ইসিএল'র কয়লা খনিতে (Collapse at ECL Coal Mine) ধসে মৃত্যু হল একজনের । আহত হয়েছেন আরও দুজন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

7.Sabarna Roy Choudhury: সাবর্ণ রায় চৌধুরী পরিবারের 36তম প্রজন্মের কলমে 'বনেদি কলকাতার দুর্গোৎসব'এর ইতিহাস

সাবর্ণ রায় চৌধুরী পরিবারের (Sabarna Roy Choudhury) 36তম প্রজন্ম শুভদীপ রায় চৌধুরী দুর্গাপুজো (Durga Puja 2022) নিয়ে লেখা বই 'বনেদি কলকাতার দুর্গোৎসব'-এ (Banedi Kolkatar Durgotsav) ধরা দিল শহরের বহু প্রাচীন ও বনেদি বাড়ির পুজোর ইতিহাস ৷

8.West Bengal Assembly: বিধানসভার ক্যান্টিনে দামের তালিকা ঘিরে বিতর্ক !

জ্যাম অথবা বাটার দিয়ে চার পিস পাউরুটির টোস্টের দাম 19 টাকা। আর জ্যাম অথবা বাটার ছাড়া কেবল পাউরুটি নিতে গেলে বিধায়কদের পকেট থেকে খসাতে হবে 20 টাকা (West Bengal Assembly) !

9.Durand Cup Final: সব পেলেও অধরা ডুরান্ড, শ্বশুরবাড়ির মাঠে লক্ষ্যপূরণে মরিয়া সুনীল

ইস্ট-মোহনে দাপিয়ে খেলেছেন সুনীল (Sunil Chhetri) । ভারতের নেতা। দীর্ঘ ফুটবল জীবনে দেশের ঘরোয়া টুর্নামেন্টের সবকটি জিতলেও ডুরান্ড কাপ এখনও ছুঁতে পারেননি তিনি । এবার সেই না-পাওয়া ট্রফিই ক্যাবিনেটে তুলতে মরিয়া কলকাতার জামাই (Sunil Chhetri eyes to clinch Durand Cup) ৷

10.Titagarh Bomb Blast: টিটাগড় স্কুলের বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার 4

টিটাগর বিস্ফোরণ কাণ্ডে (Titagarh Bomb Blast) চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ এমনটাই জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । ধৃতদের নাম সাধিক,আরমান, বাবলু ও রেহান । তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই স্কুলের দুই ছাত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটিয়েছে তারা । আবারও শনিবার খবরের শিরোনামে উঠে আসে টিটাগড় । বিশ্বকর্মা পুজোর দিন টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে (Bomb Blast in School) ৷ এরপরই এই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । ঘটনাস্থলে গিয়ে পুলিশ কমিশনার ফরেন্সিক তদন্তের কথাও বলেন ৷

ABOUT THE AUTHOR

...view details