1.PM Modi at SCO Summit: অতিমারী ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বাধা পেয়েছে বিশ্ব সরবরাহ শৃঙ্খল, মত মোদির
উজবেকিস্তানের সমরখন্দে শুরু হয়েছে এসসিও সম্মেলন (SCO Summit) ৷ সেখানে শুক্রবার ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানে তিনি জানান, অতিমারী ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বাধা পেয়েছে বিশ্ব সরবরাহ শৃঙ্খল ৷
2.Fire Engulfs Bus: বাসে আগুন ! চালকের তৎপরতায় বাঁচলেন যাত্রীরা
গুজরাতের (Gujarat) আহমেদাবাদে (Ahmedabad) বাসে আগুন (Fire Engulfs Bus) ৷ চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন 25 জন যাত্রী ৷ তাঁরা সকলে অক্ষত থাকলেও বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷
3.Sukanya Mondal: তাঁর নামে এত সম্পত্তির অস্তিত্ব কি জানতেন সুকন্যা ? দেড় ঘণ্টার জেরায় জবাব খুঁজল সিবিআই
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) জিজ্ঞাসাবাদ ! শুক্রবার সকালে অনুব্রতর বীরভূমের বসত ভিটেয় পৌঁছে গেল সিবিআই (CBI) ৷
4.HC over BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে গ্রেফতার বহু বিজেপি কর্মী, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল ৷ রণক্ষেত্রে পরিণত হয়েছিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গা ৷ এদিন বহু সংখ্যক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ফের হাইকোর্টের মামলা দায়ের করল বিজেপি (Nabanna Abhijan BJP Workers Arrest) ৷
5.Lalu Prasad Yadav: আদালতের নির্দেশে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় বাধা কাটল লালুর
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব (RJD president Lalu Prasad Yadav) ৷ শুক্রবার আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে ৷ ফলে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় আর কোনও বাধা রইল না তাঁর জন্য ৷
6.Dutta First Look: শরৎচন্দ্রের জন্মদিনে হাজির ঋতুপর্ণার 'দত্তা'র ফার্স্ট লুক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে (Sarat Chandra Chattopadhyay Birth Anniversary) হাজির ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) ছবি 'দত্তা'র ফার্স্ট লুক (Dutta First Look)৷ এ ছাড়াও এই ছবিতে আছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ ।
7.Lift Collapse in Surat: সুরাতে লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 4
গুজরাতের সুরাতে লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু ও 4 জন গুরুতর আহত হয়েছেন (Lift Collapse in Surat) ৷
8.Shehbaz Sharif: ইয়ারফোন নিয়ে নাস্তানাবুদ পাক প্রধানমন্ত্রী ! সোশ্য়াল মিডিয়ায় হাসির রোল
সোশ্য়াল মিডিয়ায় হাসির খোরাক হতে হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে (Shehbaz Sharif) ৷ ভাইরাল ভিডিয়ো (Viral Video) দেখে হেসে খুন নেট নাগরিকরা ৷ কোথায়, কীভাবে ঘটল এমন ঘটনা ?
9.Supreme Court: অভিন্ন পোশাক বিধি নিয়ে জনস্বার্থর মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট
কর্নাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (Karnataka High Court Hijab Ban) ৷ তার বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ এর মাঝে অভিন্ন পোশাক বিধি নিয়ে মামলা দায়ের হয় শীর্ষ আদালত ৷ সেই জনস্বার্থর মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট ৷
10.Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে সংযুক্ত আরব আমিরশাহির যোগ মিলল সিআইডি তদন্তে
সিআইডি’র তদন্তে এ বার গরুপাচার কাণ্ডে সংযুক্ত আরব আমিরশাহির যোগ পাওয়া গেল (CID Find UAE Connections in Cattle Smuggling Case) ৷ ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ আর এই সূত্রে সিবিআইয়ের হাতে ধৃত এনামুল হকের 3 ভাইপোর সম্পত্তির উপরে নজর রাখছেন গোয়েন্দারা ৷