পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS: টপ নিউজ @ দুপুর 3 টে - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
ETV Bharat

By

Published : Sep 13, 2022, 3:02 PM IST

1.Santragachi Clash: পুলিশকে ইটবৃষ্টি, বিজেপিকে রুখতে জলকামান-লাঠি ! রণক্ষেত্র সাঁতরাগাছি

রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি (Santragachi Clash)৷ পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল বিজেপি কর্মীদের ৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও বোতল (BJP Nabanna Abhijan)৷ পুলিশও জলকামান ছোড়ে (BJP supporters clash with cops)৷

2. BJP Nabanna Abhijan Live: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, সব আপডেট এক ক্লিকে

পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Go Back Slogan to Mamata)৷ আর এই দিনেই বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan)৷ নবান্ন যাওয়ার আগে খড়গপুর স্টেশন থেকে মুখ্যমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ৷

3. BJP Nabanna Abhijan: রাস্তায় পুলিশ থাকলেও ধর্মতলা চত্বরে দেখা নেই বিজেপি সমর্থকদের

নবান্ন অভিযানের দিন (BJP Nabanna Abhijan) বিজেপি কর্মী সমর্থকদের দেখাই মিলল না ধর্মতলায় । শহরের প্রাণকেন্দ্রের সকালের ছবিটা আর পাঁচটা দিনের থেকে বেশ খানিকটা আলাদা ।

4.Firhad Hakim on BJP Rally: "লাইন করেও দাঁড়ালেও বিজেপি নবান্ন পর্যন্ত পৌঁছবে না", কটাক্ষ ফিরহাদের

আজ বিজেপির নবান্ন অভিযান ৷ পদ্ম শিবিরের অভিযোগ, শাসক দল তাদের কর্মী, সমর্থকদের আটকাচ্ছে ৷ এদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করলেন, বিজেপির কোনও লোকজনই নেই ৷ তাই পুলিশ কাকে আটকাবে (Firhad Hakim criticises BJP) ?

5. Tight Security in Nabanna: মুখ্যমন্ত্রী নেই, তবু বিজেপির অভিযান রুখতে নিরাপত্তার চাদরে নবান্ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে নেই ৷ তিনি গিয়েছেন জেলা সফরে ৷ তবু বিজেপির (BJP rally) অভিযান রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল (BJP Nabanna Abhijan) রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনকে (Tight Security in Nabanna)৷

6.Suvendu Adhikari: নবান্ন অভিযানের পথে আটক শুভেন্দু অধিকারী

বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কলকাতা থেকে বিদ্য়াসাগর সেতুতে ওঠার মুখে তাঁকে আটক করে পুলিশ ৷ তাঁর সঙ্গে আটক করা হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও (Locket Chatterjee) ৷

7. Annual Function of NADAM: পণ্ডিত কুমার বসুর উদ্যোগে শহরের বুকে মনোজ্ঞ সুর সন্ধ্যা

অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংস্থা 'নাদম'-এর 19তম বার্ষিক সঙ্গীত সম্মেলন । তাঁর বাবা বিশ্বনাথ বসু এবং মা ভারতী সেনের স্মৃতির উদ্দেশ্যে প্রখ্যাত তবলা শিল্পী তথা শাস্ত্রীয় সঙ্গীতের সুরকার পণ্ডিত কুমার বসু এই সংস্থা নির্মাণ করেন ।

8. BJP Nabanna Abhijan: পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে, নবান্ন অভিযান নিয়ে প্রশাসনকে নিশানা শুভেন্দুর

নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী (Mamata Banerjee Police is on War Footing) ৷ জেলায় বিজেপি কর্মীদের আটকানো নিয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷

9. BJP Nabanna Abhijan: শুভেন্দুর নেতৃত্বে মিছিল আটকাতে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় সাঁতরাগাছিতে

নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাঁতরাগাছি থেকে বিজেপির মিছিল বেরবে ৷ সেই মিছিলকে রুখতে ব়্যাফের বাহিনী 2700 সদস্যকে মোতায়েন করা হয়েছে ৷

10. BJP Nabanna Abhijan: বিজেপিকে আটকাতে অন্য রাজ্য থেকে পুলিশ আনা হয়েছে নাকি প্রশ্ন দিলীপের

নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যোগ দিতে নিউটাউনের বাড়ি থেকে রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

ABOUT THE AUTHOR

...view details