পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS: রাত 9 টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

TOP NEWS
টপ নিউজ

By

Published : Sep 2, 2022, 9:13 PM IST

1.Abhishek Banerjee: কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের

গরু ও কয়লাপাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) নিশানা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ এই দুর্নীতির দায় তিনি অমিত শাহের ঘাড়েই চাপিয়েছেন ৷ তাঁর দাবি, কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম ৷

2.ED Interrogates Abhishek Banerjee: সাড়ে 6 ঘণ্টার জেরাতেও অনুপ মাজির বয়ানের সঙ্গে মিলল না অভিষেকের বক্তব্য

কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শুক্রবার জেরা করল ইডি (ED) ৷ সেখানে অনুপ মাজির বয়ানের ভিত্তিতে তাঁকে প্রশ্ন করা হয় ৷ কিন্তু অনুপ মাজির বয়ানের সঙ্গে অভিষেকের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়নি বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷

3.Raju Sahani: চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানি, ফ্ল্যাটে উদ্ধার নগদ 80 লক্ষ, আগ্নেয়াস্ত্র !

চিটফান্ড মামলার (Chit Fund Case) তদন্তে নেমে সিবিআই (CBI)-এর জালে তৃণমূল কংগ্রেসের আরও এক হেভিওয়েট ৷ গ্রেফতার হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানি (Raju Sahani) ৷ তল্লাশিতে উদ্ধার নগদ 80 লক্ষ টাকা (Cash Recover) ৷ উদ্ধার করা হল একটি দিশি আগ্নেয়াস্ত্রও ৷

4.Nusrat Jahan: এবার কি 'বিগ বস'-এর ঘরে পা নুসরতের ? উত্তরে কী বললেন টলিকন্যা

গুঞ্জন পিছু ছাড়ে না তাঁর, তিনি নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম এমনকী মা হওয়া নিয়েও কম তোলপাড় হয়নি টলি থেকে বলি। আর এবার নাকি শোনা যাচ্ছে তিনি পাড়ি দিচ্ছেন বলিপাড়ায় ৷ আর তা হল সলমন খানের (Salman Khan) 'বিগ বস'-এ (Big Boss)। এ নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে, কী উত্তর দিলেন ? জেনে নিন...

5.Mukut Mani Adhikari: চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র

এইমস (AIMS)-এ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ কাঠগড়ায় নদিয়ার (Nadia) বিজেপি নেতা তথা রানাঘাট দক্ষিণের বিধায়ক (Ranaghat South MLA) মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari) ৷

6.Cattle Smuggling: কোচবিহার দিয়ে বাংলাদেশে গরু পাচার সম্ভব নয়, দাবি বিএসএফ আধিকারিকের

কোচবিহার (Cooch Behar) জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় (India Bangladesh Border) নিরাপত্তায় কোনও খামতি নেই ৷ এখানে সর্বক্ষণ সতর্ক রয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) জওয়ানরা ৷

7.UK Porn Site: শিশুদের ডেটা সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন

শিশুদের ডেটা (UK Porn Site) সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন ৷ গত বছর আনা চিলড্রেন কোডে সংশোধন করা হয়েছে (Better privacy protections)৷

8.Political Influence in AIFF Elections: রিজিজুর ‘প্রভাব’ এআইএফএফ নির্বাচনে, অভিযোগ মানবেন্দ্র সিংয়ের

এআইএফএফ নির্বাচনে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ অভিযোগ করলেন নির্বাচনের আগের রাতে স্টেক হোল্ডারদের হোটেলে গিয়ে সকলকে বাইচুংয়ের বিরুদ্ধে ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন রিজিজু ৷

9.Biman Slams Mamata: কংগ্রেস আমলের পর তৃণমূল আমলে দুর্নীতি হচ্ছে, অভিযোগ বিমানের

শুক্রবার কলকাতায় সমাবেশ করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) ৷ সেই সমাবেশের মূল বক্তা ছিলেন বিমান বসু (Biman Basu) ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন ৷

10.Abhishek Banerjee : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) ইডির জেরার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখান থেকে বেরিয়ে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) ৷

ABOUT THE AUTHOR

...view details