1.Ballygunge Accident Death: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, আটক মহিলা চালক
বালিগঞ্জ সার্কুলার রোডে বেপরোয়া গতির বলি হলেন এক পথচারী (One Pedestrian Died in a Road Accident in Ballygunge) ৷ ঘাতক গাড়িটি দু’টি গাড়িতে ধাক্কাও মেরেছে বলে জানা গিয়েছে ৷ ঘাতক গাড়ি এবং তার মহিলা চালককে আটক করা হয়েছে ৷
2.CWG 2022: ট্রিপল জাম্পে এলধোসের ঐতিহাসিক সোনা, একই ইভেন্টে রুপোও ভারতের ঝুলিতে
এবার শিরোনামে ট্রিপল জাম্প। এর আগে লং জাম্প ও হাই জাম্প ইভেন্ট বহুবার উঠে এসেছে ৷ কমনওয়েলথ গেমসে কেরলের তরুণ এলধোস পল কামাল দেখালেন ৷ ঐতিহাসিক সোনা জয়ে নজির গড়লেন এলধোস পল। একই ইভেন্টে রুপোও পেল ভারত ৷ আবদ্দুলা আবুবাকর পেলেন রুপো (India Wins Gold and Silver in Triple Jump) ৷
3.Sidhu Moosewala Murder Case: একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে
একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করে খুন করা হয়েছিল পঞ্জাবী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala Murder Case) ৷ ফরেনসিক রিপোর্ট উদ্ধৃত করে দাবি সূত্রের ৷
4.NITI Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব মমতা
অবিলম্বে রাজ্যের বকেয়া সমস্ত অর্থ মিটিয়ে দেওয়া হোক ৷ রবিবার দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ অন্য়ান্য রাজ্য়ের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকরা ৷
5.SpiceJet Controversy: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা
ফের বিতর্কে বেসরকারি উড়ান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মাকে পৌঁছল না সংস্থার বাস ৷ 45 মিনিট অপেক্ষার পর হেঁটেই বিমানবন্দরের মূল ভবনে ফিরতে হল যাত্রীদের ৷ তদন্ত শুরু ডিজিসিএ (DGCA)-এর ৷