মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রামিত হয়েছেন 11,793 জন । সোমবার যে সংখ্যাটা ছিল 17,O73 জন (India reports 11,793 fresh Covid cases in the last 24 hours) । তুলনায় সংক্রমণ কমল 30 শতাংশ, যা নিঃসন্দেহে স্বস্তি দেবে অনেকটাই ।
2.BJP ministers to visit Bengal: 2024-এর আগে নজরে জনসংযোগ, জুলাইতে রাজ্যে আসছেন 7 কেন্দ্রীয় মন্ত্রী
জুলাই মাসে রাজ্য সফরে আসতে চলেছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী (BJP ministers to visit Bengal)৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে জনসংযোগ বৃদ্ধির রণকৌশল নিয়েছে বিজেপি (Public connect drive by BJP)৷
3.East Bengal-Emami Contract Row: 1 জুলাই ইমামির সঙ্গে ফুটবল স্বত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর ইস্টবেঙ্গলের
ফুটবল স্বত্ব নিয়ে আগামী 1 জুলাই শুক্রবার চূড়ান্ত চুক্তিপত্র সই করতে চলেছে ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা ইমামি (East Bengal to Sign Agreement with Emami on Club Football Rights in July 1) ৷ দুই শিবির থেকে এমনটাই জানানো হয়েছে ৷ সম্প্রতি ইমামির তরফে ইস্টবেঙ্গলকে পাঠানো চুক্তির খসড়ার জবাব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ৷ তার পরেই চুক্তি জট কেটেছে বলে জানা গিয়েছে ৷
4.Wimbledon 2022 : অখ্যাত কোরিয়ানের চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে 'জোকার', এগোলেন রাড়ুকানু-মারে
প্রথম রাউন্ডে অখ্যাত কোরিয়ান কুন সুন-উ'র কাছে একটি সেট খোয়াতে হল 20টি মেজরের মালিককে । যদিও সেই চ্যালেঞ্জ দ্রুত সামলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে কোনও অসুবিধা হল না জকোভিচের (Novak Djokovic advanced to the second round of Wimbledon 2022)।
5.Assam Flood : অসমের বন্যায় মৃত বেড়ে 134, শিলচরে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ তা 28টি জেলার লক্ষ লক্ষ মানুষ এখনও বিপন্ন ৷ তাদের কাছে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে অসম সরকার ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 134 (Assam Flood) ৷