1.Modi in Kalika Mata Temple : নতুন রূপে পাভাগাঢ পাহাড়ের কালিকা মাতা মন্দির, পুজো দিলেন প্রধানমন্ত্রী
দু'দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকালে মায়ের জন্মদিনে গান্ধিনগরে গিয়েছিলেন ৷ তারপর পঞ্চমহল জেলায় পাভাগাঢ পাহাড়ে কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করেন তিনি (Modi in Kalika Mata Temple) ৷
2.GTA and SMP Election: জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দায়িত্বে রাজ্য পুলিশ
জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ (GTA and Siliguri Mahakuma Parishad Election to be Organised with State Police) ৷ আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে ৷
3.National Herald Case: ভেস্তে গেল বিক্ষোভ, পুলিশের সঙ্গে টায়ার নিয়ে 'ফুটবল' খেললেন কংগ্রেস কর্মীরা !
নূপুর শর্মা বিতর্ক, দেশজুড়ে নাগালের বাইরে চলে যাওয়া মূল্যবৃদ্ধি, শিল্পপতিদের একাংশের প্রতি কেন্দ্রের স্বজনপোষণ প্রভৃতি থেকে নজর ঘোরাতেই ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধি (Rahul Gandhi) ও সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) জড়ানোর চেষ্টা করা হচ্ছে ! অন্তত এমনটাই দাবি করছে কংগ্রেস ৷ এরই প্রতিবাদে শনিবার দুর্গাপুরে (Durgapur)পথ অবরোধ করেন দলের স্থানীয় নেতা ও কর্মীরা (Congress Agitation) ৷
এবার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল অগ্নিপথ বিতর্ক (Plea in SC to enquire Agnipath Protest)৷ অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে হওয়া বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে (Agnipath Scheme Protest)৷
5.Agnipath Scheme: কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করুন, মোদিকে বার্তা রাহুলের
'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত ৷ তারই মধ্যে রাহুল গান্ধির (Rahul Gandhi) মন্তব্য, কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) নয়া তিন কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করতে হবে ৷