1.Prophet Remarks Row : পয়গম্বর ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য
বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার একটি মন্তব্য (Nupur Sharma Controversial Comment) নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলার বিভিন্ন জায়গায় ৷ এই নিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ এই ইস্যুতে বিক্ষোভ সামলাতে পুলিশি ব্যর্থতার কথা অস্বীকার করেছে রাজ্য ৷ তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (State government to compensate people affected by recent violence) ৷
পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে হাওড়ায় অশান্তি (Howrah Chaos) ছড়িয়েছে ৷ তাই সেখানে যেতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ কিন্তু, পুলিশের বাধায় তাঁরা সেখানে যেতে পারেননি ৷ তাই গণতান্ত্রিক অধিকার (Democratic Rights) খর্ব হওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মামলা করবেন তাঁরা ৷
3.KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের
পয়গম্বর-মন্তব্য নিয়ে এ বার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ (KP summons Nupur Sharma)৷ আগামী 20 জুন তাঁকে ডেকে পাঠিয়েছে নারকেলডাঙা থানার পুলিশ (Prophet Remarks Row)৷
4.Presidential Poll : এবার লক্ষ্য দেশের মসনদ, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে লালু প্রসাদ যাদব
15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । সেদিনই লালুপ্রসাদ যাদবের মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে (Lalu Prasad Yadav will contest in the Presidential Poll)।
5.Pankaj Srivastava: সরানো হল সিবিআই-এর কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে
কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে সরানো হল ৷ তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে (CBI Joint Director Pankaj Srivastava Transferred to Delhi) ৷ তাঁর জায়গায় আইপিএস এন বেনুগোপালকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷