পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ় @ বিকেল 5 টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 5 pm
টপ নিউজ় বিকেল 5 টা

By

Published : Feb 3, 2022, 5:00 PM IST

1.Deucha Pachami Project : দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ : মুখ্যসচিব

মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বললেন, দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ হচ্ছে ৷ সমস্ত জমিদাতাদের সঙ্গে কথা বলেই তা করা হচ্ছে ৷

2.TMC MP Attacks Modi Govt : বর্তমান ও ভবিষ্যতের নিরিখে ভারতের ইতিহাসের বিচার হচ্ছে, অভিযোগ জহর সরকারের

বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার ৷ সেখানে তিনি কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন (TMC MP Jawhar Sircar Attacks Modi Government in Rajya Sabha) ৷

3.Mahua Moitra dares BJP : গোমূত্রের ডোজ খেয়ে প্রস্তুত থাকুন, সংসদে ভাষণের আগে বিজেপিকে খোঁচা মহুয়ার

লোকসভায় বক্তব্য পেশের আগে বিজেপিকে তৈরি থাকতে বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra dares BJP ahead of Parliament Speech)৷ কটাক্ষ করে বললেন, গোমূত্রের ডোজ (drink some gaumutra shots) খেয়ে প্রস্তুত থাকুন ৷

4.Procession for Durga Puja Heritage Recognition : দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে আগামী 1 সেপ্টেম্বর কলকাতায় শোভাযাত্রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Administration Meeting) ৷ সেখানে তিনি জানান, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে শোভাযাত্রা হবে আগামী 1 সেপ্টেম্বর (Mamata Banerjee announces a procession programme to greet UNESCO for Durga Puja Heritage Recognition) ৷

5.Anubrata Mandal at Tarapith : যজ্ঞ হচ্ছে যখন নিশ্চয় তার উদ্দেশ্য আছে, তারাপীঠে মহাযজ্ঞ প্রসঙ্গে অনুব্রত

তারাপীঠ মন্দিরে 331 কেজি বেল কাঠ ও 60 কেজি ঘি সহযোগে মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal at Tarapith)। তবে বৃহস্পতিবারের এই যজ্ঞের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি ৷

6.Anil Vij slams Rahul Gandhi for two Indias remark: মা ইতালির, বাবা ভারতীয় ! রাজীব-সোনিয়াকে টেনে রাহুলকে জবাব ভিজের

রাহুল গান্ধির (anil vij personal comment on rahul gandhi) দুই ভারত মন্তব্যের জবাব দিতে গিয়ে তাঁর বাবা-মাকে টেনে আনলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অমিল ভিজ (Anil Vij slams Rahul Gandhi for two Indias remark)৷

7.Birla Lashed Out Rahul : লোকসভায় অধ্যক্ষের কাছে ধমক খেলেন রাহুল

বুধবার লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ দিতে জবাবি বক্তৃতা দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময় নিজের আচরণের জন্য স্পিকার ওম বিড়লার কাছে ধমক খেতে ওয়েনাড়ের সাংসদকে (Lok Sabha Speaker Om Birla schooled Congress MP Rahul Gandhi) ৷

8.Anubrata Mandal : অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের, গ্রেফতার করতে পারবে না সিবিআই

কলকাতা হাইকোর্ট আপাতত স্বস্তি দিল অনুব্রত মণ্ডলকে (CBI can not arrest Anubrata Mandal says Calcutta High Court) ৷

9.Attack on Sidharth Nath Singh : প্রয়াগরাজে সিদ্ধার্থনাথ সিংয়ের উপর হামলার চেষ্টা

উত্তর প্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং ৷ বাংলায় বিজেপির পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ৷ 2017 সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জিতে যোগী সরকারের মন্ত্রী হন ৷ বৃহস্পতিবার তাঁর উপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ (Yogi Minister under Attack) ৷

10.Child Traffickers Arrest in Habra : সদ্যোজাত কন্যা বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা, মা এবং দুই পাচারকারী

চারটি সন্তান থাকলেও, ফের একটি কন্যাসন্তানের জন্ম দেয় মা । এই পাঁচ নম্বর সন্তানটিকে বিক্রির চেষ্টা করছিল বাবা, মা (Child Traffickers Arrest in Habra) । সেই অভিযোগে দুই পাচারকারী-সহ তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details