পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top 11

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Oct 12, 2021, 11:03 AM IST

1.Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

ওশিয়ারা থানার দু'জন পুলিশকর্মী তাঁর উপর নজরদারি চালাচ্ছেন ৷ মুম্বই পুলিশের কাছে এমনই অভিযোগ জানালেন মুম্বইয়ের ক্রুজে মাদক মামলার (Mumbai Cruise Drugs Case) তদন্তের নেতৃত্বে থাকা এনসিবি-র (Narcotics Control Bureau) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)

2.Lakhimpur Kheri Violence : আজ লখিমপুরে মৃত কৃষকদের প্রার্থনা সভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

3 অক্টোবর লখিমপুরে হিংসাত্মক ঘটনায় মারা গিয়েছেন 4 জন কৃষক ৷ তাঁদের আত্মার শান্তি কামনায় আজ 'অন্তিম আরদাস' অর্থাৎ শেষ প্রার্থনা ৷ অন্য রাজ্য থেকে আসছেন কৃষকেরা, আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্য রাজনৈতিক নেতারাও ৷

3.Corona in India : দেশজুড়ে খানিকটা স্বস্তি, একদিনে 4 হাজার কমে সংক্রমণ 14 হাজারে

একইসঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে দুর্গাপুজো ও নবরাত্রি ৷ উৎসবের মরসুমে পরপর কয়েকদিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমায় স্বস্তিতে দেশবাসী ৷ তবে আনন্দের আবহে উৎসবের পরে ফের সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাই বারবার গোটা দেশকে করোনা বিধি মেনে উৎসবে সামিল হওয়ার সতর্কবার্তা দিচ্ছেন তাঁরা ৷

4.Shopian Encounter: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) বড়সড় সাফল্য পেল বাহিনী ৷ শোপিয়ানে এনকাউন্টারে (Shopian Encounter) মৃত্যু হয়েছে 3 জন লস্কর-ই-তৈবা জঙ্গির (Miltants Killed)৷ তাদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক ৷

5.Yogi Adityanath : প্রতিষ্ঠান বিরোধিতা ঝড়ে উড়ে যাবে যোগী সরকার, আশাবাদী কংগ্রেস

কয়েকমাস পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে প্রতিষ্ঠান বিরোধিতার জেরে যোগী আদিত্যনাথের বিজেপি হারবে ৷ আশাবাদী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ৷

6.Durga Puja 2021 : মহাসপ্তমীতে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান

ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান ৷ এরপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু হবে মহাসপ্তমীর পুজো । বাগবাজার, আহিরীটোলা ও বাবুঘাটে তাই সকাল থেকেই বনেদি বাড়ি থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের ভিড় ।

7.Puja Parikrama : এসবিপার্ক সর্বজনীনে এবারের থিম 'বাংলার কারুশিল্প'

ঠাকুরপুকুর 'এসবি পার্ক সর্বজনীন'-এর পুজোর এবার 51তম বর্ষ ৷ তাদের এবারের থিম হারিয়ে যেতে বসা 'বাংলার কারুশিল্প' ৷ মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও রয়েছে ডাকের সাজ ৷ কোথাও যেন একটা সাবেকিয়ানার ছোঁয়া ধরা পড়েছে গোটা মণ্ডপ জুড়ে ৷

8.Puja Parikrama : বড়নীলপুর ফ্রেন্ডস ক্লাবে আদিবাসী সাজে কুটিরে বিরাজমান দশভুজা

52তম বর্ষে বর্ধমানের বড়নীলপুর ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে আদিবাসী জীবন ৷ পুজো কমিটির সেক্রেটারি তাপস বন্দ্যোপাধ্যায় জানালেন, উন্নত সমাজব্যবস্থা গড়তে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । অথচ আদিবাসী সমাজ আজও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে জীবন ধারণ করে চলেছে । মণ্ডপে খড়, বাঁশ, চিত্রের মাধ্যমে আদিবাসী জীবন তুলে ধরা হয়েছে । মেনে চলা হচ্ছে করোনাবিধি ৷

9.Puja Parikrama : করোনাকালে স্কুল খোলার আর্তি নিয়ে সংযুক্তপল্লির দুর্গোৎসব জেলায় প্রথম

68তম বর্ষে পদার্পণ করল সংযুক্তপল্লির দুর্গোৎসব । কোভিডকালে দীর্ঘদিন বন্ধ স্কুল, কলেজ ৷ অনলাইন ক্লাসে হাঁপিয়ে উঠেছে শৈশব ৷ তাই এবার পুজোর থিম 'বলো মা আর কবে স্কুল খুলবে' ৷ স্কুল, বাগান, সুইমিং পুলে তালা লাগানোর দৃশ্য আর অনলাইন ক্লাসের উপর নানা পোস্টারে সজ্জিত মণ্ডপ প্রাঙ্গণ ৷ এ বছর বিশ্ব বাংলার তরফে জেলায় প্রথম হয়েছে এই পুজো ৷ কোভিড বিধি মেনে দর্শকদের জন্য মণ্ডপ প্রাঙ্গণ খোলা হলেও মণ্ডপের ভিতরে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে ৷

10.Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পিলভিটের সাংসদ বিজেপির বরুণ গান্ধি ৷ কিন্তু এই বিতর্ক যাতে না বাড়ে, তাই বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে যে বরুণ-মানেকার বিরুদ্ধে কেউ যেন মুখ না খোলে ৷ তার সঙ্গে বিজেপি চায়, আগামী দিনে বরুণ দলের নীতি মেনেই কোনও প্রতিক্রিয়া দেন ৷

ABOUT THE AUTHOR

...view details