পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Sep 16, 2021, 9:22 PM IST

1.Mamata Banerjee : ওটা সাধারণ জ্বর, উত্তরবঙ্গে শিশু মৃত্যুর কারণ জ্বর নয়; মন্তব্য মমতার

বেশ কয়েকদিন ধরে অজানা জ্বরে (Mystery fever) আক্রান্ত হওয়ার খবর আসছে রাজ্যের একাধিক জেলা থেকে । আজ এসএসকেএম-এ বৈঠকের পর শিশুদের জ্বরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তবে তা অজানা জ্বর নয় বলে জানিয়েছেন তিনি ৷ সাধারণ জ্বরেই আক্রান্ত হচ্ছে শিশুরা ৷

2.Bhabanipur By Election: মমতার বিরুদ্ধে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি ৷ এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুদ্বারে গিয়ে ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগ করেছে বিজেপি ৷ সেইসঙ্গে গুরুদ্বারে প্রচারের নামে কোভিডবিধি ভাঙার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ৷

3.Mamata Banerjee : প্রচারে বেরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মমতার

ভোটের প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার গেলেন লেডিস পার্ক এলাকায় ৷ কথা বললেন ভোটারদের সঙ্গে ৷ বিজেপিকে কটাক্ষ করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তিনি ৷

4.Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি

2017 সালে মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ানোর পর টেস্টের পাশাপাশি ভারতীয় ওয়ান ডে এবং টি-20 দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন কোহলি ৷ কিন্তু তাঁর নেতৃত্ব কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত ৷ তবে টি-20 বিশ্বকাপে এবারই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট ৷

5.Priyanka Tibrewal: এরকম নোটিস 100 পাই, 150 পড়ি, 200 ছিঁড়ি; শোকজে অগ্নিশর্মা প্রিয়াঙ্কা

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন অবৈধভাবে জমায়েত তৈরি করে কোভিড বিধি ভাঙার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ যার জেরে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়েন প্রিয়াঙ্কা ৷ তিনি তাঁর উত্তরও দিয়েছেন ৷ এবার এই শোকজ নোটিস প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আজ ভবানীপুরে নির্বাচনী প্রচার করার সময় নির্বাচন কমিশনের শোকজ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন,"এরকম চিঠি 100 পাই, 150 পড়ি, 200 ছিঁড়ি । আমার কিছু যায় আসে না ৷ "

6.Arpita Ghosh : জাতীয়স্তরের কোনও নেতাকে রাজ্যসভায় পাঠাতেই কি পদত্যাগ অর্পিতার ?

রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের পদত্যাগের কারণ নিয়ে শুরু জল্পনা ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, জাতীয়স্তরে পরিচিত কোনও নেতাকে রাজ্যসভায় জায়গা করে দিতেই ইস্তফা দিয়েছেন অর্পিতা ৷ সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই একাজ করেছেন তিনি ৷

7.Illegal Weapon : পাচারে ঝুঁকি, বাড়িতে এসেই অস্ত্র বানিয়ে দিচ্ছে ভিনরাজ্যের কারিগররা

পুলিশের হাত থেকে বাঁচতে এখন আর ভিনরাজ্য থেকে বেআইনি অস্ত্র বয়ে আনার ঝুঁকি নিচ্ছে না গ্রাহকরা ৷ বদলে তাদের বাড়িতে এসেই অস্ত্র তৈরি করে দিয়ে যাচ্ছে ভিনরাজ্যের কারিগররা ৷ বেআইনি অস্ত্র কারবারের এমন ভোলবদলে মাথাব্যথা বাড়ছে পুলিশের ৷

8.Khufiya: নেটফ্লিক্সে বিশাল ভরদ্বাজের খুফিয়ায় থাকছেন তাবু

নেটফ্লিক্সে (Netflix) আসছে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) স্পাই থ্রিলার খুফিয়া (Khufiya) ৷ এই ফিল্মে অভিনয় করেছেন তাবু (Tabu), আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও আশিস বিদ্যার্থী ৷

9.Chinebadam: বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

এনা সাহা (Ena Saha) প্রযোজিত বাংলা ছবি 'চিনেবাদাম' (Chinebadam)-এর শুটিং দারুণ উপভোগ করছেন এনা ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ একটি অ্যাপের মাধ্যমে বন্ধু খুঁজে পাওয়ার দাওয়াই দেবে এই ছবি ৷

10.Fever in Children : শিশুদের অজানা জ্বর নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি শুভেন্দুর

উত্তরবঙ্গে শিশুদের মধ্যে অজানা জ্বরের প্রকোপ নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রককে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যে চিঠিতে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ৷ আর তাই এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়ে প্রতিনিধিদল পাঠানোর আবেদন করলেন শুভেন্দু ৷

ABOUT THE AUTHOR

...view details