পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

s
s

By

Published : Jul 21, 2021, 7:19 PM IST

1. বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবার জাতীয়স্তরে ব্যবহার করা হবে খেলা হবে স্লোগান ৷

2.নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে গোটা দেশকে কী বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই তাকিয়েছিলেন সকলে ৷ এদিন নিজের ভাষণের বেশির ভাগটাই বিজেপি ও মোদি বিরোধিতায় ভরা ছিল ৷

3. শ্রদ্ধাঞ্জলি দিবসের মঞ্চ থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শুভেন্দুর

আজ 21 জুলাই, তৃণমূলের শহিদ দিবস ৷ সেই দিনটিতে এবার পাল্টা শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করল বিজেপি ৷ যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সঙ্গে মিলিয়ে, একই সময়ে নিজের বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যেখানে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিপদে তৃণমূল তথা রাজ্যের মুখ্য়মন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু ৷

4. মমতাই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান, পেগাসাস বিতর্কে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণ দিলীপের

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই দলীয় নেতাদের ফোন ট্যাপ করান ৷ তাই তৃণমূলের নেতারা হোয়াটসঅ্য়াপ কল ছাড়া ফোনে কারও সঙ্গে কথাই বলেন না ! এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপের ঘোষের ৷ এদিন তৃণমূলের একুশের জুলাইয়ের পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি পালন করে বিজেপি ৷ তাতে যোগ দেন দিলীপ-সহ দলের অন্য নেতা ও কর্মীরা ৷

5. গান্ধিজির হত্যাকারীরা রাজঘাটে বসে পড়ল, বোধহীন বিজেপি : জ্যোতিপ্রিয়

বুধবার বিজেপিকে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় আরও বলেন, "বিজেপির বোধ বুদ্ধি কম‌ । যারা 200 আসন পাওয়ার আশায় লড়াই করতে নেমেছিল তাদের 77 আসনে থামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ । ওরা রাজঘাটে বসে গান্ধিজিকে অপমান করেছে ।"

6. Tokyo Olympics 2020 : উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন 15 দেশের রাষ্ট্রপ্রধানরা

টোকিও অলিম্পিক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন 15টি দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ এমনটাই জানানো হয়েছে জাপান সরকারের তরফে ৷ যেখানে বলে হয়েছে, করোনা পরিস্থিতিকে মাথায় রেখে 1 হাজারের কম দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হবে 23 জুলাই ৷

7. Raj Shilpa : রাজের পর্নোগ্রাফি তৈরিতে যুক্ত ছিলেন শিল্পাও ?

রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করা হলেও পর্নোগ্রাফি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) কোনও যোগ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷

8. 28 বছর পরেও মৃতদের পরিবারের কান্না কানে বাজে, অতীনের 21-এর স্মৃতি

অতীন ঘোষ বলেন, "আজও সেই স্মৃতি মনের ভেতরে জীবন্ত। চোখের সামনে ভেসে ওঠে, সেদিন ধর্মতলায় পুলিশের গুলি চালানো ও রাস্তায় লুটিয়ে পড়া কর্মী-সমর্থকদের ছবি । সেদিনের ঘটনায় উত্তর কলকাতার তিন যুবকের মৃত্যু হয়েছিল ।"

9. Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

‘দয়া করে দেশ বাঁচান ৷’’ বুধবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হাত জোড় করে ঠিক এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware) দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন তিনি ৷ মমতার আর্তি, পেগাসাস কাণ্ডে হয় স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট, আর সেটা সম্ভব না হলে সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক ৷

10. Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

করোনা আবহে 21 জুলাই (July 21) ৷ তাই ভার্চুয়াল শহিদ দিবস পালন করছে তৃণমূল ৷ ভার্চুয়াল বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই উপলক্ষে দিল্লিতে শহিদ দিবস পালনের মঞ্চে ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা ৷

ABOUT THE AUTHOR

...view details