1.Amit Mitra : জিএসটির বৈঠকে উপেক্ষিত হওয়ার অভিযোগ অমিত মিত্রের, অভিযোগ ওড়ালেন অনুরাগ ঠাকুর
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) দাবি, কেন্দ্র জোর করে কোভিড সামগ্রী যেমন, মাস্ক, পিপিই কিট এবং স্যানিটাইজার জিএসটি বসিয়েছে ৷ রাজ্যগুলির থেকে জোড় করে কর আদায় করা হয়েছে । তাঁর অভিযোগ, এই বিষয়ে তিনি গতকাল জিএসটি কাউন্সিল বৈঠকে বলতে চাইলে তাঁকে বলতে দেওয়া হয়নি । যদিও অনুরাগ ঠাকুরের পাল্টা দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাউকে উপেক্ষা করেননি । বলার সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু, তিনি কিছুই বলেননি ।
2.নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি অধীরের
গঙ্গার নদী ভাঙনে জর্জরিত মালদা ও মুর্শিদাবাদ জেলার মানুষ । আর তাই প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । তিনি চিঠিতে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সমাধান করা হোক ।
3.মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?
এটা স্পষ্ট, তৃতীয় ফ্রন্ট যদি হয়, আর তাতে যদি কংগ্রেস - আপ দুই দলই থাকে, তাহলে রাহুল গান্ধির সেই ফ্রন্টের নেতৃত্ব দেওয়াটা কঠিন ৷ সেক্ষেত্রে বেঁকে বসতে পারেন কেজরি ৷ কারণ, রাজধানীতে কেজরির সরাসরি প্রতিপক্ষ রাহুল গান্ধিদের দল ৷ আর মমতা যেভাবে বিজেপির বিরুদ্ধে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে শুরু করেছেন, তাতে তৃণমূল নেত্রীর গ্রহণযোগ্যতা দিন দিন আরও বাড়ছে ৷
4.Disha Patani : বিকিনিতে লাস্যময়ী দিশার আবেদনময় ফটো শুটগুলির এক ঝলক...
30-এ পা রাখলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি ৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেখে নেওয়া যাক, 'রাধা'র অন্তর্বাস ও বিকিনি পরা বোল্ড ফটো শুটগুলির এক ঝলক ৷ সোশ্যাল মিডিয়া
5.ভ্যাকসিনের অভাব টিকাকরণ হয়নি কর্মীদের, প্রশ্নের মুখে রেস্তরাঁগুলির ভবিষ্যৎ
যথেষ্ট পরিমাণ টিকার অভাবে টিকা পাচ্ছেন না, রেস্তরাঁর মালিক ৷ ফলে, কার্যত বন্ধের মুখে এই হোটেল রেস্তরাঁ ৷ শহরের বহু নামি হোটেল রেস্তরাঁগুলি কলকাতা পৌরনিগমের টিকা করণের জন্য আবেদন জানিয়েছে । আবেদন পেলেও পর্যাপ্ত টিকা না থাকায় কলকাতা পৌরনিগম টিকাকরণ করতে পারছে না ।