পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top news 7

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধে 7 টা
টপ নিউজ় @ সন্ধে 7 টা

By

Published : Jun 6, 2021, 7:05 PM IST

1.যশে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল

3 দিনের সফরে রাজ্যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের 7 সদস্যের প্রতিনিধি দল ৷ যাঁরা ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখবে ৷ সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের জন্য যাবে কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷

2.Mamata Banerjee asks feedback : মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত জানাতে আবেদন মমতার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে জনমত জানাতে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3.ঘরছাড়া পরিবারকে ফেরাতে উদ্যোগী কুণাল, তীব্র আক্রমণ রাজ্যপাল-বিজেপিকে

এক ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে উদ্যোগী হলেন কুণাল ঘোষ ৷ কলকাতার এই পরিবারটিকে নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ৷ তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি নেতাদের উস্কানিতে এলাকায় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে এই পরিবার ৷ তবে নির্বাচন মিটে যেতে হাওয়া হয়ে যায় বিজেপি ৷ তারপর থেকেই ঘরছাড়া এই পরিবার ৷ তাঁদের ঘরে ফেরাতেই উদ্যোগী হলেন কুণাল ৷ পাশাপাশি তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং গেরুয়া শিবিরকে ৷

4.20 হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা বিতর্কে ‘মিথ অ্যান্ড ফ্যাক্ট’ তুলে ধরল কেন্দ্র

সেন্ট্রাল ভিস্তা নিয়ে চলতে থাকা সমালোচনার জবাব দিল কেন্দ্র ৷ এ নিয়ে মিথ অ্যান্ড ফ্যাক্ট তুলে ধরেছে কেন্দ্রীয় আবাসন মন্ত্রক ৷ যেখানে সেন্ট্রাল ভিস্তার প্রয়োজনীয়তা, এর খরচ সহ একাধিক তথ্য তুলে ধরা হয়েছে ৷

5.করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়বে না দেশের কৃষিক্ষেত্রে : নীতি আয়োগ

ভর্তুকি, দাম, প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা জুড়ে রয়েছে চাল, গম ও আঁখ ৷ তবে কোভিড পরিস্থিতি দেশের কৃষিক্ষেত্রে প্রভাব ফেলবে না ৷ দাবি নীতি আয়োগ সদস্য (কৃষি) রমেশ চন্দের ৷

6.ভাটপাড়ায় বোমাবাজি, মৃত বিজেপি কর্মী

রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে একদল দুষ্কৃতী । বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় ওই এলাকার বছর 32 এর জয়প্রকাশ যাদবের ।

7.Covid Vaccination : কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স

কো-উইনের (CoWIN) মতোই পোর্টাল তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ নাম দেওয়া হচ্ছে ‘বেনভ্যাক্স’ ৷ পোর্টালটি নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার ৷ টিকা নেওয়ার পর সার্টিফিকেটও দেওয়া হবে এই পোর্টালের মাধ্যমে ৷

8.শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় ধৃত চার

চারজনের মধ্যে দু‘জনকে ফতেপুর থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম, মনোজ গুপ্ত ও নবীন গুপ্ত । বাড়ি ফতেপুরে ।

9.বজ্রঘাতে মৃত চার পরিবারকে দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য হুগলি জেলা প্রশাসনের

রবিবার পান্ডুয়া বিডিও অফিসে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে দু‘লক্ষ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

10.ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উদয়নের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর 6 মে দিনহাটা শহরে আক্রান্ত হন তৃণমূল নেতা উদয়ন গুহ । ওই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে । ঘটনার দুই প্রধান অভিযুক্ত অজয় রায় এবং আশিস সরকার দিনহাটা ব্যবসায়ী সমিতির কর্মসমিতির সদস্য । যদিও ঘটনার পর থেকেই দু’জনই এলাকাছাড়া ।

ABOUT THE AUTHOR

...view details