পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news at 9 p.m

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : May 28, 2021, 9:36 PM IST

1.15 মিনিটের সাক্ষাতে ক্ষতির রিপোর্ট পেশ মমতার, বাংলা টুইটে সাহায্যের আশ্বাস মোদির

রিভিউ মিটিং-এ যোগ দেননি ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

2.সংঘাতপূর্ণ আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর, মমতাকে বিঁধলেন রাজ্যপাল

আজ কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সূত্রের খবর, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী তা বয়কট করেন ৷ আর সেই বৈঠকে না যাওয়ায় মুখ্য়মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ আধিকারিকদের একহাত নিলেন রাজ্যপাল জগদপ ধনকড়

3.টেস্ট বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা, করোনায় আশার আলো

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 13 হাজার 46 জন ৷ আজ সেটা কমে হয়েছে 12 হাজার 193

4.ত্রাণ দিতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল

ঘটনার আকস্মিকতা কাটিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

5.বিপর্যয়ের সময় কোনও বিতর্কিত মন্তব্য নয় : শুভেন্দু

শুক্রবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিপর্যয়ের সময় কোনও মন্তব্য করব না । আমি বৈঠকের ঘরেই ছিলাম ৷ সেখানে দেখেছি মুখ্যমন্ত্রী এসে কাগজ জমা দিয়েছেন, সৌজন্য সাক্ষাৎকার করেছেন এবং কাজের তদারকি করার জন্য চটজলদি বেরিয়ে গেছেন ৷

6.ত্রাণ শিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

একটি হোয়াটস অ্য়াপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়া নিয়ে বিতর্ক ৷ তৃণমূলের দাবি, ওই হোয়াটস অ্য়াপ চ্য়াটটি বিজেপির পুরুলিয়ার একটি গ্রুপের ৷ তাতে যে কথোপকথন হয়েছে, তা দেখে মনে হচ্ছে, রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে পুরুলিয়ায় যশের জন্য তৈরি ত্রাণ শিবিরগুলিতে বেশি লোক ঢুকিয়ে করোনার সংক্রমণ বাড়ানোর ষড়যন্ত্র করা হয়েছে ৷ যদিও বিজেপির দাবি, পুরোটাই ভুয়ো ৷

7.ঢং ঢাং শব্দে আর ঘুম ভাঙে না কেঞ্জাকুড়াবাসীর, চরম মন্দায় কাঁসা শিল্প

এক দশক আগেও কাঁসা পিতলের বাসনের বহুল ব্যবহার ছিল জেলা এবং জেলার সীমানা পেরিয়ে রাজ্য এবং বিদেশের বাজারে । বাড়িতে দৈনন্দিন কাজকর্মে ব্যবহার হত কাঁসা পিতলের বাসনপত্র । আত্মীয় কুটুম্ব এলে কাঁসা পেতলের থালা বাটিতে খাবার দেওয়ার একটা রেওয়াজ ছিল গ্রামবাংলায় । কিন্তু সেইসব আজ অতীত ।

8.তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আটক বেশ কয়েকজন

তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ ৷ চলে ভাঙচুর, বোমাবাজি ৷ পুলিশ বেশকয়েকজনকে আটক করেছে ৷

9.সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সিবিএসই’র দ্বাদশের পরীক্ষা বাতিলের মামলা

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল ৷ আগামী সোমবার 31 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷

10.যশ-ত্রাণে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশাকে 1 হাজার কোটির অনুদান কেন্দ্রের

যশ-ত্রাণে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশাকে 1 হাজার কোটি টাকার অনুদান কেন্দ্রের ৷ শুক্রবার এই অনুদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 1 হাজার কোটি টাকার অনুদান দেওয়া হবে ৷ এর মধ্যে 500 কোটি টাকা পাবে ওড়িশা ৷ বাকি 500 কোটি টাকা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাগ করে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details