1.ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম
ঘূর্ণিঝড় যশ ৷ বুধবার সকালে আছড়ে পড়ল ওড়িশার বালেশ্বরের কাছে ৷ যার প্রভাব এসে পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ৷ কেমন ছিল আজ সকালের অভিজ্ঞতা, জানালেন সায়ন মাইতি ৷ পেশায় শিক্ষক সায়নবাবু থাকেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৷
2.কোনটা সমুদ্র, কোনটা গার্ডওয়াল, কোনটা রাস্তা... যশের গর্জনে রুদ্ররূপ বঙ্গোপসাগরে
সকাল থেকে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি । সঙ্গে দমকা ঝড় । সমুদ্র ফুঁসছে । রুদ্ররূপ ধারণ করেছে প্রকৃতি । ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই ভয়ঙ্কর হয়েছে সমুদ্র । সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল । সকাল থেকে ওড়িশা ও বাংলার সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস ।
3.যশের দাপটে লন্ডভন্ড একাধিক জেলা
যশের তাণ্ডবে বোঝা দায় এটা শংকরপুরের ছবি ৷ গোটা গ্রাম যেন আস্ত সমুদ্রে পরিণত হয়েছে ৷
4.ভেঙেছে 15 লাখ বাড়ি, 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
স্থলভাগ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের গতিবেগ 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ 155 কিমি প্রতি ঘণ্টা ৷
5.গুলাব থেকে শাহিন, আগামীতে চোখরাঙাতে প্রস্তুত কারা?
মাত্র কয়েক দিনের ব্যাবধানে দেশে আঘাত হেনেছে পর পর দুটি ঘূর্ণিঝড় ৷ একটি তখতে, অপরটি অবশ্যই যশ ৷ কিন্তু এরপর আর কী কী ঝড় আসতে চলেছে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে ? তাদের নামই বা কী ?