পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা
টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

By

Published : Apr 29, 2021, 7:04 PM IST

1.দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য

কোভিশিল্ডের পর দাম কমল কোভ্য়াকসিনেরও ৷ এবার থেকে 600 টাকার বদলে 400 টাকাতেই কোভ্যাকসিনের এক-একটি ডোজ কিনতে রাজ্য় সরকারগুলি ৷ বৃহস্পতিবার বিবৃতি জারি করে একথা ঘোষণা করল কোভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷

2.অক্সিজেনের সংকট আগেও ছিল না, এখনও বিভিন্ন মাধ্যম থেকে উপলব্ধ করা হচ্ছে : হর্ষ বর্ধন

মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের দাবি, অক্সিজেন সঠিক তথ্য হাতে থাকাও খুবই জরুরি ৷ আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে যাওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই ৷ যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদের সেটা পাওয়া দরকার ৷ কিন্তু তথ্যের অভাবে কারও যদি মনে হয় যে অক্সিজেনে প্রয়োজন, সেটা ঠিক নয় ৷

3.#রিজাইনমোদি পোস্ট মুছতে নির্দেশ দেয়নি মোদি সরকার

#রিজাইনমোদি পোস্ট মুছে ফেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশ্বজুড়ে ৷ যদিও দীর্ঘক্ষণ পোস্টটি ব্লক করে রাখার পর ফের পোস্টগুলি ফিরিয়ে দেয় ফেসবুক ৷ নেটিজেনদের তারা জানায় যে, ভুল করে মোছা হয়েছে ৷ এবার কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কড়া বার্তা দিল ৷

4.আক্রান্ত গোটা পরিবার, হাসপাতাল থেকে মা ও ছেলের দেহ নেওয়ার লোক নেই

গত মঙ্গলবার মা ও ছোট ছেলে সুরেনজিৎ এর শ্বাসকষ্ট শুরু হয় ৷ সেই সময় পুরসভার গাড়ি তাঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে ছেলেকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল ৷ একই হাসপাতালে মাকেও ভর্তি করা হয় । আজই চিকিৎসারত অবস্থায় মায়েরও মৃত্যু হয় । অবশেষে পুরসভা থেকে দুজনেরই মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় ।

5.মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

অষ্টম দফা নির্বাচনে নিজের কেন্দ্রে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হল মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ৷ এদিন সকাল থেকে বিভিন্ন বুথে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ নির্বাচন কমিশনে তিনি নালিশ জানিয়েছেন বলে জানান কল্যাণ ৷ আবারও নালিশ জানাবেন বলে জানান তিনি ৷

6.সংক্রমণ রুখতে আগামী চারদিন বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার

সংগঠনের কর্ণধাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার, যেগুলিতে বেশি ভিড় হয় । সংগঠনের এক কর্মকর্তা জানাচ্ছেন যে, এই বাজারগুলির মধ্যে রয়েছে চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ বেশ কিছু বাজার ।

7.নির্বাচনে কাজ করতে প্যারা মিলিটারিদের আলাদা কোর্স করানো উচিত, মত অতীন ঘোষের

শেষ দফার ভোটে মানিকতলার নারী শিক্ষা মন্দির স্কুলের বুথে সপরিবারে ভোট দিলেন অতীন ঘোষ । কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন সকাল থেকেই এই কেন্দ্রের বুথে বুথে পরিদর্শন করেন । এদিন বেলগাছিয়ায় মোহিত মিত্র মঞ্চে সাংবাদিকদের ওপর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেন সংবাদমাধ্যমের সামনে ৷ বলেন, প্যারা মিলিটারি ফোর্স যাঁদের নির্বাচনে কাজ করানো হয় তাঁদের জন্য আলাদা কোর্স করানো উচিত ৷

8.মুম্বইয়ে 1 মে থেকে আঠারো-উর্ধ্বদের টিকাকরণ নয়

আগামী 1 মে থেকেই দেশজুড়ে তরুণ নাগরিকদের টিকাকরণের কাজ শুরু হবে ৷ এই পর্যায়ে 18 থেকে 44 বছর বয়সীরাও টিকা পাবেন ৷ কিন্তু মুম্বইয়ে টিকার জোগান কম থাকায় এখনই এই বয়সসীমার মধ্যে থাকা বাসিন্দাদের টিকা দেওয়া সম্ভব নয় ৷ জানিয়ে দিলেন বৃহন্মুম্বই পৌর নিগমের অতিরিক্ত পৌর কমিশনার অশ্বিনী ভিন্ডে ৷

9.কাল সন্ধ্যা থেকে 4 মে সকাল পর্যন্ত লকডাউন উত্তর প্রদেশে

শুক্রবার সন্ধ্যা থেকে লকডাউন উত্তর প্রদেশে ৷ চলবে 4 মে সকাল 7টা পর্যন্ত ৷ উত্তর প্রদেশে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

10.অশান্ত অন্তিম পর্বে ভোটের লাইনে হেভিওয়েটরা

বোমাবাজি, ইটবৃষ্টি থেকে প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, মারধর । কোথাও উদ্ধার হল তাজা বোমা । অষ্টম তথা শেষ দফার বিধানসভা ভোটে এভাবেই দিনভর অশান্ত রইল বাংলা । করোনার চ্যালেঞ্জ ও অশান্তির আবহেই বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালেন বাংলার হেভিওয়েট ব্যক্তিত্বরা ।

ABOUT THE AUTHOR

...view details