পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 3 টে
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Apr 22, 2021, 3:00 PM IST

1.কেন্দ্র-রাজ্যের জন্য কোভিড টিকার এক দামের দাবিতে সরব মমতা

কেন্দ্র ও রাজ্যে কোভিড টিকার এক দাম রাখার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে তিনি এই দাবি জানিয়েছেন ৷

2.করোনা প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনা কী ? জানতে চায় সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট এমন একটি সময়ে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করল যখন দেশের 6টি হাইকোর্ট অক্সিজেনের অভাব, বেড ও অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডিসিভিরের অভাব নিয়ে মামলা চলছে ৷

3.লাইভ : দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 57.30 শতাংশ

আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ মোট চার জেলায় 43টি আসনে 306 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় 779 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । এই নির্বাচনে মকুল রায়, রাহুল সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তীর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷

4.মানুষ অক্সিজেন চাইছে, মোদিকে টুইটে খোঁচা প্রশান্ত কিশোরের

অক্সিজেনের ঘাটতি নিয়ে নরেন্দ্র মোদিকে টুইটারে নিশানা করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ দেশবাসী অক্সিজেন চাইছেন বলে টুইটারে লেখেন তিনি ৷

5.জয় শ্রীরাম বলায় ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ

ষষ্ঠ দফার ভোটে উত্তেজনা ব্যারাকপুর এলাকায় ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ব্যারাকপুরের শাঁখারিপাড়া এলাকা ৷ ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস দলবল নিয়ে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন ৷ অভিযোগ, তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা ৷ তখন কিছু না বললেও ফেরার পথে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ ঘটনায় আহত হয়েছেন দুই দলের চারজন কর্মী সমর্থক ৷

6.করোনা সংকট নিয়ে মোদির ভাষণ অন্তঃসারশূন্য, কটাক্ষ রাহুলের

কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুলের দাবি, এই পরিস্থিতি সমস্যার সমাধান খোঁজা উচিত ৷ দেশের এখন অন্তঃসারশূন্য ভাষণ ও কোনও উৎসবের প্রয়োজন নেই ৷

7.যে ভারত আপনাকে ভোট দিয়েছে, তারই শ্বাসকষ্ট হচ্ছে ; মোদিকে খোঁচা পার্থর

টুইটারে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ টুইটারে তিন লেখেন, এই ভারতই আপনাকে ভোট দিয়েছিল , সেই ভারতবর্ষের এখন শ্বাসকষ্ট হচ্ছে ৷ দিল্লির হাইকোর্টের উল্লেখ টেনে তিনি বলেন, ‘‘হাইকোর্ট অনুসারে মানুষের বাঁচার মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনারই প্রধানমন্ত্রী ৷ যে কোনও মূল্যে সেই মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার ৷’’

8.তৃতীয় পোলিং অফিসারের মুখে 'জয় শ্রীরাম' ! সরাল নির্বাচন কমিশন

"জয় শ্রীরাম ! সবকিছু ঠিক হয়ে গেছে ৷" মকপোল চলাকালীন মুখ ফসকে বলে ফেললেন তৃতীয় পোলিং অফিসার ৷ এতে আপত্তি জানান তৃণমূল এজেন্ট ৷ ব্যবস্থা না নেওয়া হলে সব বুথে গিয়ে জয় বাংলা বলবেন বলে হুঁশিয়ারি দেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপ্নন দেবনাথ ৷ পরে অবশ্য সৌম্যজিৎ ভট্টাচার্য নামে ওই তৃতীয় পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ৷

9.তৃণমূল কর্মীর বুকে ছুরির আঘাত, অভিযুক্ত বিজেপি

তৃণমূল কংগ্রেস কর্মীর উপর ছুরি নিয়ে হামলা ৷ উত্তর 24 পরগনার হালিশহরের কোনা এলাকার ঘটনা ৷ অভিযোগ, টিএমসি কর্মী মাধব দাসকে ভোট দিতে বাধা দেয় বিজেপির কর্মীরা ৷ এই নিয়ে বচসা শুরু হলে ভিড়ের মধ্য থেকে এক বিজেপি কর্মী তাঁর বুকে, পেটে ছুরি চালায় ৷

10.করোনাকালে ব্য়র্থ নির্বাচন কমিশন, ভর্ৎসনা হাইকোর্টের

ভোট মরশুমে করোনার সংক্রমণ রুখতে একেবারে ব্যর্থ নির্বাচন কমিশন ৷ পুলিশ, প্রশাসন সবকিছু হাতে থাকা সত্ত্বেও কিছুই করেনি তারা ৷ বৃহস্পতিবার ঠিক এভাবেই নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট ৷ টিএন শেষনের কথা স্মরণ করিয়ে 24 ঘণ্টার মধ্যে চাওয়া হল জবাবদিহি ৷

ABOUT THE AUTHOR

...view details