1.মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার
বুধবার জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মার সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সিপাইপাড়ায় এসজেডিএ-র খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাঠে জনসভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে নানা ইস্য়ুতে তোপ দাগেন গেরুয়া শিবিরকে ৷ কাঠগড়ায় তোলেন নির্বাচন কমিশনকেও ৷
2.দাদুকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে সভায়, দাবি আনন্দের বাবার
শীতলকুচিতে গুলিতে মৃত বিজেপি কর্মীর দাদুকে জোর করে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যাওয়া হয়েছে । বুধবার বিকেলে এমনই দাবি করলেন মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মণের বাবা জগদীশ বর্মণ ও মা শান্ত বর্মণ ।
3.ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের
বুধবার রাত আটটা থেকেই কঠোর নির্দেশাবলী কার্যকর হচ্ছে মহারাষ্ট্রে ৷ যা জারি থাকবে 1 মে সকাল সাতটা পর্যন্ত ৷ করোনার দাপট রুখতেই এই পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার ৷ এই অবস্থায় ঘরে ফেরার তাড়া বেড়েছে পরিযায়ী শ্রমিকদের ৷ বুধবার সকাল থেকেই হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিড় জমান মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ৷ যা বাড়়াচ্ছে সংক্রমণের আশঙ্কা ৷
4.দিদি আমার বাচ্চাকে কোলে নিলেন, সাহস পেলাম ; বললেন নিহতের স্ত্রী
চতুর্থ দফার ভোটের বলি মণিরুজ্জামান ৷ কোচবিহারের শীতলকুচিতে মৃত পাঁচ জনের মধ্যে একজন ৷
5.ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করছে তাঁদের গ্রেফতার করতে হবে কমিশনকে : কৃষ্ণনগরে মীনাক্ষী
শুধু 72 ঘণ্টা আগে প্রচার বন্ধ করলেই হবে না, যাঁরা প্রকাশ্য মঞ্চে উঠে ধর্ম নিয়ে রাজনীতি করেন তাঁদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে কমিশনকে ৷ বুধবার নদিয়ার উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী সিলভী সাহার সমর্থনে প্রচারে এসে একথা বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ।