পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা - top news at 7 p.m

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা
টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

By

Published : Apr 11, 2021, 7:06 PM IST

1.মোমবাতি হাতে প্রতিবাদ জানিয়ে মমতার রোড শো বর্ধমানে

শীতলকুচির ঘটনার প্রতিবাদে বর্ধমানে মোমবাতি হাতে নিয়ে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তাঁর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার জন্য তা সম্ভব হয়নি ৷ তবে তিনি চারদিন পর যাবেন বলে জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর রোড শোয়ে মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয় ৷ গত বৃহস্পতিবার এই বর্ধমানেই জেপি নাড্ডার রোড শোয়ের পাল্টা মমতার ওই কর্মসূচি তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে বলে মত অভিজ্ঞদের ৷

2.শীতলকুচির ঘটনায় শর্তসাপেক্ষে ক্ষতিপূরণের অনুমতি দিল কমিশন

এই ক্ষতিপূরণের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনও কথা বলতে পারবেন না ৷ কোনও ফটোগ্রাফি করা যাবে না ৷ বিষয়টি নিয়ে কোনওরকম প্রচার করা যাবে না ৷

3.‘গণতন্ত্রে হিংসা নিন্দনীয়’, শীতলকুচির ঘটনায় টুইট রাজ্যপালের

শীতলকুচির ঘটনার সমালোচনা করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নির্বাচনে হিংসার ঘটনার নিন্দা করার পাশাপাশি প্রশাসনের সমালোচনাও করেন তিনি ৷ সেই সঙ্গে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হওয়ায়, নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল ৷

4.ফলতায় দাউদাউ করে জ্বলছে টায়ার কারখানা

আজ দুপুরে কারখানার ভেতর থেকে আগুনের ফুলকি দেখতে পান নিরাপত্তারক্ষীরা ৷

5.কয়েক ঘন্টার ব্যবধানে মোদি-মমতার জনসভা, সরগরম বারাসত

একইদিনে কাছারি ময়দানে মোদি-মমতার সভার জন্য বিজেপি ও তৃণমূল উভয় দলই অনুমতি চেয়েছিল জেলা প্রশাসনের কাছে । যদিও বিজেপি আগে সভার অনুমোদনের জন্য আবেদন করায় তাদেরই অনুমতি দেওয়া হয় । কিন্তু নাছোড়বান্দা তৃণমূল নেতৃত্বও একইদিনে মমতার সভার আয়োজন করতে চাওয়ায় বিপাকে পড়ে প্রশাসন ।

6.বিজেপির গাওয়া গান ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শ্রীলেখার

গানের কথায় বানান ভুল ৷ সেই নিয়ে বিজেপি নেতাদের ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

7.রাস্তার অবস্থা বেহাল, নো রোড নো ভোট পোস্টার রায়গঞ্জে

রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড়ের রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে । এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শ্যামপুর, গৌরী সহ বিভিন্ন গ্রাম থেকে রায়গঞ্জে যাতায়াত করেন । কিন্তু অল্প বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে এই রাস্তার অবস্থা বেহাল ৷

8.গণতন্ত্রের হত্য়া, নাগরাকাটার সভা থেকে শাহকে ধিক্কার মমতার

এদিন শীতলকুচির ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘‘ভোটের নামে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গণতন্ত্রকে হত্যা করানো হয়েছে ৷’’ মঞ্চ থেকে তিনি অমিত শাহকে ধিক্কার জানান ৷

9.আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বেগম খালিদা জিয়া, ফের মমতাকে কটাক্ষ শুভেন্দুর

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল যুব নেতা ও এবারের করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৷ আজ জনসভা থেকে তাঁকে চিটিংবাজ, ফোর টোয়েন্টি বলে আখ্যা দেন তিনি ।

10.আইন হাতে নিতে এলে শীতলকুচি সারা বাংলায় হবে : দিলীপ

আইন হাতে নিতে এলে শীতলকুচি হবে সারা বাংলায় ৷ ফের বিস্ফোরক দিলীপ ঘোষ ৷ বরানগরের একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন এই কথা ৷

ABOUT THE AUTHOR

...view details