1.নন্দীগ্রামে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন
আগামীকাল 30 আসনের ভোট রয়েছে ৷ তারমধ্য়ে সবথেকে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামই ৷ শুধু হেভিওয়েট কেন্দ্রই নয়, প্রার্থীরাও হেভিওয়েট ৷ একদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় অন্য়দিকে শুভেন্দু অধিকারী ৷ আর হেভিওয়েট কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্য়ে সমস্ত পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ৷
2.বাঁকুড়ার 8 কেন্দ্রে ভোট প্রস্তুতি শেষ
দ্বিতীয় দফায় বাঁকুড়ার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ । দু'হাজার 171টি বুথে ভোটগ্রহণ হবে । বুধবারের মধ্যে বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা ।
3.ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি ; রিপোর্ট তলব কমিশনের
ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।
4.খানাকুলে তৃণমূলের বুথ সভাপতির ত্রিপল জড়ানো মৃতদেহ উদ্ধার
আজ সকালে দেহ উদ্ধারের পরই দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থক ও পরিবারের লোকজন । পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
5.মনোনয়ন জমা দিতে গিয়ে আহত রাজ
এদিন স্ত্রী শুভশ্রীকে সঙ্গে করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রাজ ৷ সঙ্গে ছিল বিপুল সংখ্যক কর্মী সমর্থক ৷ তাঁদের র্যালি যখন ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে আসে তখন কিছু বিজেপি কর্মী সমর্থক সেখানে এসে উপস্থিত হন ৷ শুরু হয় দু'পক্ষের বচসা ৷ এই সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ শুরু করে ৷ তাতেই আহত হন রাজ চক্রবর্তী ।