পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Mar 19, 2021, 9:09 PM IST

1.বহুতলের লিফট থেকে শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা

লিফটগুলিকে নিয়মিতভাবে স্যানিটাইজ়েশন করার পরামর্শ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

2.বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ : মোদি

আগামিকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তার আগে বাংলাকে নিয়ে তিনটি টুইট করলেন নরেন্দ্র মোদি ৷ লিখলেন, বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ ৷

3.গদ্দারের জবাবে চরকায় তেল , বাকযুদ্ধে মমতা-শুভেন্দু

মমতা-শুভেন্দুর বাকযুদ্ধে সরগরম পূর্ব মেদিনীপুর । এগরার জনসভা থেকে দলত্যগীদের গদ্দার বলেন মমতা বন্দ্যোরপাধ্যায় । বলেন গদ্দারদের বিনা যুদ্ধে জমি ছাড়া হবে না । উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন নিজের চরকায় তেল দিন ।

4.দুবরাজপুরে পছন্দের প্রার্থী পেয়ে আত্মবিশ্বাসী অনুব্রত

মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন তখন দুবরাজপুরের প্রার্থী তালিকায় নাম ছিল অসীমা ধীবরের । জানা গিয়েছিল, এই প্রার্থী নিয়ে আপত্তি ছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ।

5.মিথ্যা বলছেন মমতা, নোটিস ধরাক কমিশন ; দাবি বিজেপির

নির্বাচনী জনসভায় মিথ্যা বলছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাই তাঁকে নোটিস ধরাক নির্বাচন কমিশন ৷ শুক্রবার এই দাবিতেই কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির প্রতিনিধিরা ৷

6.কয়লা পাচার কাণ্ডে আরও সক্রিয় সিবিআই, তলব একাধিক আমলা-পুলিশ আধিকারিককে

অরুণ প্রসাদ, লক্ষীনারায়ণ মিনা ও পার্থ ঘোষকে তলব করেছে সিবিআই ৷

7.ছেঁড়া জিনস প্রসঙ্গে ক্ষমা চাইলেন তীরথ সিং রাওয়াত

মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন ৷ রাওয়াত বলেন, "তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া ৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন ?" এই বক্তব্যকে ঘিরেই ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা ।

8.মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

বাংলার যে প্রান্তেই যাই সেটাই আমার ঘর ৷ এগরার সভায় গিয়ে এটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

9.চিড়িয়াখানায় সিংহের খাঁচায় মত্ত ব্যক্তি

আজ চিড়িয়াখানা ঘুরতে এসেছিলেন গৌতম গুছাইত ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়েন ৷ বিষয়টি অন্য দর্শকদের নজরে এলে তাঁরা চিৎকার করে ওঠেন । এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে বিষয়টি। ছুটে আসেন চিড়িয়াখানার কর্তব্যরত কর্মীরা । খাঁচায় ঢুকে আহত ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা ।

10.তারকা সাংসদ দেব প্রচারে নামতেই খেলা হবে স্লোগানে ভরে উঠল জঙ্গলমহলের জনসভা

এই জনসভায় বক্তব্য রাখতে উঠে দেব বলেন, "আজ খেলা চলছে ধর্ম নিয়ে । কে হিন্দু কে মুসলিম তা নিয়ে ভোট ভাগ করা হচ্ছে । আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না । আমাদের দল মানুষকে শান্তিতে রাখার রাজনীতি করে । আমি গর্ব করে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ । আমাদের দলে ধর্মের কোনও স্থান নেই । মানুষের উন্নয়নের জন্য আমাদের দল রাজনীতি করে । "


ABOUT THE AUTHOR

...view details