সবরকান্তা (গুজরাত), 5 অগস্ট: মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার (Newborn Girl Rescued) করলেন এক কৃষক ! উদ্ধার হওয়া শিশুটি কন্যা সন্তান ৷ হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) হিম্মতনগরের সবরকান্তা (Sabarkatha) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে একরত্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন উদ্ধার হওয়া সদ্য়োজাতের বাবা এবং মা !
পুলিশের প্রাথমিক অনুমান, কন্য়া সন্তান হওয়াতেই শিশুটিকে জন্মের পর জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় (Buried Alive) ! যদিও এই বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শৈলেশ এবং তার স্ত্রী মঞ্জুর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হচ্ছে ৷
আরও পড়ুন:Jammu And Kashmir: ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর, মানতে নারাজ পুলিশ