সুরাত, 26 অক্টোবর:প্রসবের পরে টেবিল থেকে মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত ৷ এর ফলে তার আঘাত লাগায় বর্তমানে ওই হাসপাতালেই শিশুদের আইসিইউ-তে তার চিকিৎসা চলছে ৷ এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে সুরাতের স্মির হাসপাতালে । হাসপাতালের সুপার জীতেন্দ্র দর্শন নিজে এই ঘটনার তদন্ত করছেন ৷ এ ব্যাপারে তদন্তে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷
লাজপুর এলাকার বাসিন্দা তারান্নুম বিবি প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন সুরাতের স্মির হাসপাতালে । প্রসবের পর তাঁর শিশুকন্যাটিকে যে টেবিলে রাখা হয়েছিল, সেখান থেকে সে মেঝেতে পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ যদিও এটা ডাক্তারদের দাবি ৷ তবে তারান্নুম বিবির পরিবারের সদস্যদের অভিযোগ, ডাক্তারের হাত থেকেই শিশুটি মাটিতে আছড়ে পড়ে । ওই সদ্যোজাতকে বর্তমানে চিকিৎসার জন্য এনআইসিইউতে (নিওনেটাল আইসিইউ) রাখা হয়েছে । এই বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি হাসপাতাল সুপারের কাছে পৌঁছয় । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপার নিজে এই গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷