বারাণসী, 19 অক্টোবর: ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার সদ্যোজাত ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর মাধোপুরা তিরাহের কাছে ৷ তোয়ালে জড়ানো অবস্থায় একরত্তি কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে ব্যাগ থেকে ৷ কান্নার আওয়াজ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা ৷ তারপর শিশুটিকে উদ্ধার করে মহিলা হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় নবজাতকের ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ কে বা কার শিশুটিকে ফেলে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কে ব্যাগটি নিয়ে এসেছিল সিসিটিভি দেখে তা সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ৷ সূত্রের খবর, চলতি মাসে নবজাতকদের এভাবে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা বারবার সামনে এসেছে ৷
এরই মধ্যে বুধবার ফের এভাবে নবজাতক উদ্ধার ৷ জানা গিয়েছে, বুধবার মাধোপুর তিরাহার কাছে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান পথচারীরা ৷ ঝোপের কাছে যেতেই দেখেন ব্যাগের মধ্যে তোয়ালে জড়ানো অবস্থায় এক সদ্যোজাত কাঁদছে ৷ এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছয় সিগরা থানার পুলিশ ৷ নবজাতকটির অবস্থা ভালো ছিল না ৷ রাস্তার ধারে এভাবে সদ্যজাত মেয়ে উদ্ধারের ঘটনার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে ৷