পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Miracle in Silchar: মৃত সদ্যোজাতের দেহে ফিরল প্রাণ, অবাক চিকিৎসকরাও - মৃত সদ্যোজাতের দেহে ফিরল প্রাণ

অবাক করার মতো ঘটনা ঘটেছে অসমের শিলচরে ৷ এখানে এক সদ্য়োজাতকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণার পরে, শেষকৃত্যের সময় তার দেহে প্রাণ ফিরে আসে ৷ ঘটনায় অবাক চিকিৎসকরা ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:57 PM IST

শিলচর, 4 অক্টোবর:আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকল শিলচর ৷ যে সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন চিকিৎসকরা, শেষকৃত্যের সময় সেই শিশুর দেহেই ফির এল প্রাণ ৷ নবজীবন পেল শিশুটি ৷ একেই বোধ হয় বলে রাখে হরি তো মারে কে ৷ বুধবার ঘটনাটি ঘটেছে অসমের শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ৷ ঘটনাটি জানাজানি হতেই সাড়া পরে গিয়েছে ওই এলাকায়, অবাক চিকিৎসকরাও ৷ কোলের সন্তানের এই নবজন্মের খুশিতে আত্মহারা তার পরিবার ৷

জানা গিয়েছে, মঙ্গলবার শিলচরের রতনপুর এলাকার এক প্রসূতি মহিলাকে ভরতি করা হয় এখানকার এক বেসরকারি হাসপাতালে ৷ মঙ্গলবার রাতে লাইফ লাইন নামের ওই নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ কিন্তু শিশুটি জন্মানোর কয়েক ঘণ্টা পরেই ওই পরিবারের সদস্যদের চিকিৎসকরা জানান শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি, জন্মের কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে ৷ এই খবরে ভেঙে পড়েন সদ্যোজাতটির পরিবারের সদস্যরা ৷ শেষকৃত্যের জন্য ওই সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: 'মৃত' প্রসূতি ফিরে পেল প্রাণ! কলকাতার সরকারি হাসপাতালে 'মিরাকল'

কিন্তু এর পরেই ঘটে চমৎকার ৷ শিশুটির শেষকৃত্যের প্রস্তুতি যখন প্রায় শেষ, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে শুরু করে সে ৷ এই ঘটনায় সেখানে উপস্থিত সকলেই বাকরুদ্ধ হয়ে যান ৷ দেরি না করে সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে আবার সেই নার্সিংহোমে ফিরে যান পরিবারের সদস্যরা ৷ জানা গিয়েছে বর্তমানে শিশুটি আইসিইউ'তে চিকিৎসাধীন ৷ হাসপাতালের তরফে ডক্টর এএফ নুমান এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রথমে শিলচর মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছিল ওই মহিলাকে ৷ এর 6 দিন পর এই নার্সিংহোমে নিয়ে আসা হয় তাঁকে ৷ মা ও সন্তান 2 জনেরই অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ শিশুটি প্রি-ম্যাচিওর বেবি বলে জানিয়েছেন তিনি ৷ মাত্র 6 মাস সে মায়ের গর্ভে ছিল ৷ জন্মের সময় তার ওজন ছিল মাত্র 500 গ্রাম ৷ শিশুটির মধ্যে প্রাণের কোনও লক্ষণ না-থাকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ কিন্তু শিশুটির প্রাণ ফিরে পাওয়ার ঘটনায় এখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও অবাক ৷

ABOUT THE AUTHOR

...view details