দিল্লি, 25 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালগুলিতে খবর বা লেখা পোস্ট করার ক্ষেত্রে নয়া গাইডলাইন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ একই নিয়ম কার্যকর করা হল ওটিটি প্ল্য়াটফর্মগুলির জন্যও ৷ কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের দাবি, নয়া নিয়মাবলী ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করবে ৷ তিনি জানান, এই প্রথম এমন কোনও নির্দেশিকা কার্যকর করা হল ৷
কীভাবে ডিজিটাল প্ল্য়াটফর্মে খবর পোস্ট করার ব্য়বস্থাপনা করতে হবে, সোশাল মিডিয়া এবং ওটিটি প্ল্য়াটফর্মে কী ধরনের বিষয়বস্তু তুলে ধরা হবে এবং সেক্ষেত্রে সরকার কীভাবে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করবে, তাই-ই বাতলে দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্ত বিধি 2021-এ ৷
নয়া নির্দেশিকা মোতাবেক, এবার থেকে সোশাল এবং ডিজিটাল প্ল্য়াটফর্মেও কঠোর নজরদারি চালানো হবে ৷ এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ৷ এমনকি, কোনও খবর, পোস্ট বা অনুষ্ঠানের বিষয়বস্তু যদি ‘ভারতের সার্বভৌমত্ব এবং একতা’ বা জাতীয় সুরক্ষার পরিপন্থী হয়, তবে তা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হবে ৷
নয়া বিধি মানতে হলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভারতে বসবাসকারীদের আধিকারিক পদে নিয়োগ করতে হবে ৷ ইন্টারনেট ব্য়বহারকারী কোনও ব্য়ক্তির লেখা বা পোস্ট যদি তারা মুছে ফেলতে চায়, তাহলে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে তা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং তাঁর কথাও শুনতে হবে ৷