পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

এবার সোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্য়াটফর্মের উপরেও রাশ টানল কেন্দ্রের মোদি সরকার ৷ ঘোষিত হল নয়া নির্দেশিকা ৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি, ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করতেই নজরদারির ব্যবস্থা করেছে সরকার ৷ যদিও তাতে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার মতো বিষয়গুলি যে উপেক্ষিত হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট ৷

By

Published : Feb 25, 2021, 4:28 PM IST

New Rules For Online News And Social Media: 10-Point Guide
সোশাল মিডিয়া, ডিজিট্যাল প্ল্য়াটফর্মে নজরদারি, নয়া আইন কেন্দ্রের

দিল্লি, 25 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালগুলিতে খবর বা লেখা পোস্ট করার ক্ষেত্রে নয়া গাইডলাইন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ একই নিয়ম কার্যকর করা হল ওটিটি প্ল্য়াটফর্মগুলির জন্যও ৷ কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের দাবি, নয়া নিয়মাবলী ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করবে ৷ তিনি জানান, এই প্রথম এমন কোনও নির্দেশিকা কার্যকর করা হল ৷

কীভাবে ডিজিটাল প্ল্য়াটফর্মে খবর পোস্ট করার ব্য়বস্থাপনা করতে হবে, সোশাল মিডিয়া এবং ওটিটি প্ল্য়াটফর্মে কী ধরনের বিষয়বস্তু তুলে ধরা হবে এবং সেক্ষেত্রে সরকার কীভাবে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করবে, তাই-ই বাতলে দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্ত বিধি 2021-এ ৷

নয়া নির্দেশিকা মোতাবেক, এবার থেকে সোশাল এবং ডিজিটাল প্ল্য়াটফর্মেও কঠোর নজরদারি চালানো হবে ৷ এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ৷ এমনকি, কোনও খবর, পোস্ট বা অনুষ্ঠানের বিষয়বস্তু যদি ‘ভারতের সার্বভৌমত্ব এবং একতা’ বা জাতীয় সুরক্ষার পরিপন্থী হয়, তবে তা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হবে ৷

নয়া বিধি মানতে হলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভারতে বসবাসকারীদের আধিকারিক পদে নিয়োগ করতে হবে ৷ ইন্টারনেট ব্য়বহারকারী কোনও ব্য়ক্তির লেখা বা পোস্ট যদি তারা মুছে ফেলতে চায়, তাহলে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে তা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং তাঁর কথাও শুনতে হবে ৷

রবিশংকর জানান, এবার থেকে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটলে, কে বা কারা তা ঘটিয়েছেন, তা খুঁজে বের করাও সহজ হবে ৷ কারণ, যে ডিভাইস বা প্রোফাইল থেকে প্রথম বিষয়টি পোস্ট করা হয়েছে, সেটিকে ট্র্য়াক করার ব্যবস্থা রাখতে হবে ৷ সেক্ষেত্রে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার যে নিশ্চয়তা হোয়াটস অ্য়াপের মতো সংস্থা দেয়, তা আর রক্ষিত হবে না ৷

আরও পড়ুন:সোশাল মিডিয়ায় ভুয়ো খবর, টুইটার ও কেন্দ্রকে সুপ্রিম নোটিস

সোশাল ও ডিজিটাল প্ল্য়াটফর্মে এই নজরদারি চালাতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তাতে প্রতিরক্ষামন্ত্রক, বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, তথ্য এবং সম্প্রচারমন্ত্রক, আইনমন্ত্রক এবং নারী ও শিশু উন্নয়নমন্ত্রকের প্রতিনিধিরা থাকছেন ৷

এই কমিটিকে ষথেষ্ট শক্তিশালী হিসাবেই গঠন করা হচ্ছে ৷ কমিটির কাছে স্বতঃপ্রণোদিতভাবে মামলা ও অভিযোগ দায়েরের ক্ষমতা থাকছে ৷ কমিটি চাইলে সংশ্লিষ্ট অভিযুক্তকে সতর্ক করতে, উপদেশ দিতে, তিরস্কার করতে এবং ক্ষমা চাইতে বাধ্য করতে পারে ৷ এমনকি, প্রয়োজনে বিধিভঙ্গের প্রমাণ পেলে পোস্ট বা সম্প্রচারিত হওয়া বিষয়বস্তুর উপর কাঁচি চালানোর ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে ৷ কোনও কনটেন্ট বা বিষয় ব্লক বা নিষিদ্ধ করার ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটির মাথায় যুগ্ম সচিব পদমর্যাদার একজন ‘‘স্বীকৃত আধিকারিক’’কেও রাখা হচ্ছে বলে জানিয়েছেন রবিশংকর ৷

ABOUT THE AUTHOR

...view details