মুম্বই, 19 এপ্রিল : এবার ছ’টি রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বিধিনিষেধ আরোপ করল মহারাষ্ট্র সরকার ৷ তাদের নির্দেশ, কেরল, গোয়া, গুজরাত, দিল্লি ও সংলগ্ন এলাকা, রাজস্থান এবং উত্তরাখণ্ড থেকে যাঁরা মহারাষ্ট্রে যাবেন, তাঁদের সকলকেই যাত্রা শুরুর আগে শেষ 48 ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷ সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে একমাত্র তবেই মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে রাজ্যের ভিতরে ঢোকার অনুমতি মিলবে ৷
উদ্ধব ঠাকরে সরকারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যে হারে কোভিড রোগীর সংখ্যা বেড়েছে, তাতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ৷ আর সেই কারণেই এই সাবধনতা অবলম্বন করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্রের সরকার ৷
রাজ্য়ের মুখ্যসচিব সীতারাম কুন্তে রবিবার একটি নির্দেশিকা জারি করেন ৷ তাতেই উল্লিখিত ছ’টি রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বিধিনিষেধ আরোপের বিষয়টির কথা বলা হয়েছে ৷ মুখ্যসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট ওই ছ’টি রাজ্য়ই করোনাপ্রবণ ৷ সেই কারণেই এই পদক্ষেপ করতে হচ্ছে ৷