পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Railway Recruitment : শুরু হচ্ছে ভারতীয় রেলে নিয়োগ, প্রকাশিত বিজ্ঞপ্তি

2019 সালে শুরু হওয়া যে নিয়োগ প্রক্রিয়া দেশের কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল তা অতি শীঘ্রই শুরু হতে চলেছে (Indian Railway Recruitment)। নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফে ।

recruitment in Indian Railways
ভারতীয় রেলে নিয়োগ

By

Published : Dec 6, 2021, 10:47 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : কোভিড সংক্রমণের ফলে আটকে ছিল ভারতীয় রেলের নতুন নিয়োগ প্রক্রিয়া । এবার সেই আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় রেল । সম্প্রতি একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2019 সালে শুরু হওয়া যে নিয়োগ প্রক্রিয়া দেশের কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল তা অতি শীঘ্রই শুরু হতে চলেছে (Indian Railway Recruitment) ।

নিয়োগের জন্য প্রথম পর্যায়ের যে পরীক্ষা হয়েছে তার ফলাফল আগামী বছরের 15 জানুয়ারি প্রকাশিত হবে । তারপরেই ফেব্রুয়ারিতে নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা । তবে কোভিড পরিস্থিতির উপর নজর রেখে সরকারের নির্দেশ মেনেই সমস্ত পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ।

আরও পড়ুন :Central bank Recruitment: সেন্ট্রাল ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

এর আগে 2019 সালের 28 ফেব্রুয়ারি রেলের তরফ থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য 10 হাজারেরও বেশি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । একই সঙ্গে স্নাতক উত্তীর্ণদের জন্য প্রায় 25 হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয় । সেই পর্বে সব মিলিয়ে 35 হাজার 281টি পদের জন্য পরীক্ষাও নেওয়া হয় । সেই বিজ্ঞপ্তিতে দেশ জুড়ে আবেদন করেছিলেন 1 কোটি 26 লাখ 30 হাজার 885 জনের ।

আরও পড়ুন :BSF Recruitment: মাধ্যমিক পাশে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ

এরপরে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় 2020 সালের 23 ফেব্রুয়ারি । তাতে মোট শূন্য পদ ছিল 1 লাখ 3 হাজার 769টি । এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কোভিড পরিস্থিতির জন্য আটকে থাকার পরে এখন মোট 1 লাখ 49 হাজার 50টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে । আজ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটাই ভারতের বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details