নয়াদিল্লি, 9 জুলাই : বুধবার শপথ নেওয়ার পর বৃহস্পতিবারই রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশ্বিনী বৈষ্ণব ৷ আর এই দুই মন্ত্রকের দায়িত্ব নিয়েই আধিকারিক এবং কর্মীদের কাজের জন্য দু’টি সময় ভাগ করে দিলেন তিনি ৷ তাঁর মন্ত্রকের প্রত্যেক আধিকারিক এবং কর্মীদের কাজের সময় 9 ঘণ্টার দু’টি শিফটে ভাগ করে দেওয়া হয়েছে ৷ এ নিয়ে গতকালই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ৷
নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘মাননীয় মন্ত্রী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আজ থেকেই মন্ত্রকের সকল আধিকারিক এবং কর্মীদের দু’টি শিফটে কাজ করতে হবে ৷ যা কি না সকাল 7টা থেকে বিকেল 4টে এবং বিকেল 3টে থেকে মধ্যরাত 12টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে’’ ৷ প্রথমে আমলা, তার পরে উদ্যোগপতি থেকে রাজনীতির ময়দানে আসা অশ্বিনী বৈষ্ণব 1994’র ব্য়াচের আইএএস অফিসার ৷ দীর্ঘ 15 বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ৷ বিশেষ করে পরিকাঠামোয় সরকারি এবং বেসরকারি সংস্থার চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন অশ্বিনী বৈষ্ণব ৷ যা তাঁকে রেল মন্ত্রকের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য় করতে পারে ৷ পাশাপাশি তিনি একাধিক বিশ্বমানের সংস্থা যেমন জেনারেল ইলেক্ট্রিক এবং সিমেনসের শীর্ষ স্থানীয় স্তরে কাজ করেছেন ৷