পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Political Crisis in Congress: সভাপতি নির্বাচনের আগে সংকট সামলাতে কমল নাথকে দিল্লিতে তলব সোনিয়ার

আগামী মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election) ৷ তার আগে কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক সংকট ৷ এই পরিস্থিতিতে কমল নাথ দিল্লিতে ডেকে পাঠিয়েছেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷

new-political-crisis-in-congress-sonia-gandhi-called-kamal-nath-to-delhi
Political Crisis in Congress: সভাপতি নির্বাচনের আগে সংকট সামলাতে কমল নাথকে দিল্লিতে তলব সোনিয়ার

By

Published : Sep 26, 2022, 5:46 PM IST

ভোপাল (মধ্যপ্রদেশ), 26 সেপ্টেম্বর : সভাপতি নির্বাচন (Congress President Election) নিয়ে কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে এক নজিরবিহীন সংকট (Political Crisis in Congress) ৷ গান্ধি পরিবারের আস্থাভাজন অশোক গেহলতের (Ashok Gehlot) নাম সভাপতির দৌড়ে চলে আসার পর রাজস্থানে রাজনৈতিক সংকট (Rajasthan Political Crisis) তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে কমল নাথকে (Kamal Nath) দিল্লিতে ডেকে পাঠালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ ফলে নতুন করে জল্পনা শুরু হল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ঘিরে ৷ তাহলে কি গেহলত সরে গেলেন সভাপতি পদের দৌড় থেকে !

2017 সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর দলের নেতারা রাহুলকে ফের দায়িত্ব নেওয়ার কথা বললেও তিনি নারাজ ৷ এই পরিস্থিতিতে আগামী মাসে আবার কংগ্রেসের সভাপতি নির্বাচন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে গান্ধি পরিবারের কেউ নেই ৷ কিন্তু নিয়ন্ত্রণও যাতে সোনিয়া-রাহুলের হাতেই থাকে, সেই কারণে আস্থাভাজন কাউকে ওই পদে বসাতে চাইছেন তাঁরা ৷ সেই কারণেই গেহলতকে বেছে নেওয়া হয়েছিল ৷

আর তার পরই রাজস্থান কংগ্রেসে সংকট তৈরি হয়েছে ৷ গেহলত শিবিরের 90 জন বিধায়ক বিদ্রোহ করেছেন ৷ তাঁরা গেহলত শিবিরের কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন ৷ কিন্তু গেহলতের পরিবর্তে রাজস্থানে মুখ্যমন্ত্রিত্বের সবচেয়ে বড় দাবিদার শচীন পাইলট (Sachin Pilot) ৷ তাঁকে মুখ্য়মন্ত্রী রাজস্থান কংগ্রেসে বিদ্রোহ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে ৷

এই পরিস্থিতি বিকল্প সভাপতির সন্ধানে দিল্লিতে কমল নাথকে তলব করা হয়েছে বলে খবর ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি কমল নাথকেই তাহলে সভাপতির দৌড়ে নামিয়ে দেওয়া হতে চলেছে ! কংগ্রেসের একটি সূত্রের খবর, এই মুহূর্তে মধ্যপ্রদেশের রাজনীতি ছেড়ে আসতে নারাজ কমল নাথ ৷ সেক্ষেত্রে তিনি দ্বিগ্বিজয় সিংয়ের নাম তিনি সভাপতি পদের জন্য প্রস্তাব দিতে পারেন ৷

আরও পড়ুন :শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী চাইছেন না গেহলত শিবির, জানালেন অজয় মাকেন

ABOUT THE AUTHOR

...view details