নয়াদিল্লি, 28 মে:নতুন সংসদ ভবন 140 কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষার প্রতীক ৷ এটি বিশ্বের কাছে ভারতের সংকল্পের বার্তা তুলে ধরে ৷ নয়া সংসদ ভবন উদ্বোধনের পর সেখানে প্রথম ভাষণে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, "এই নতুন সংসদ স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে উঠবে ৷" তাঁর মতে, প্রতিটি দেশের উন্নয়ন যাত্রায় এমন কিছু মুহূর্ত আসে যা অমর হয়ে যায় । 28 মে এমনই একটি দিন বলে দাবি প্রধানমন্ত্রীর ৷
নয়া সংসদ ভবনে প্রথম বক্তব্য রাখতে উঠে তিনি বলেছেন, নতুন সংসদ শুধু একটি ভবন নয়, এটি ভারতের 140 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক । ভারত যখন এগিয়ে যায়, তখন বিশ্ব এগিয়ে যায় । এই নতুন সংসদ ভারতের উন্নয়নের মাধ্যমে বিশ্বকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মত মোদির ৷
এ দিন সেঙ্গল স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আজ সংসদে পবিত্র 'সেঙ্গল' স্থাপন করা হয়েছে । চোল রাজবংশে 'সেঙ্গল' ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এবং সুশাসনের প্রতীক ছিল ৷ তাঁর কথায়, "এটা আমাদের সৌভাগ্য যে আমরা পবিত্র 'সেঙ্গল'-এর গর্ব পুনরুদ্ধার করতে পেরেছি । যখনই এই কক্ষের কাজ শুরু হবে, তখন 'সেঙ্গল' আমাদের অনুপ্রাণিত করবে ৷"