নয়াদিল্লি, 28 মে: নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে রবিবার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নয়াদিল্লি ও তার আশেপাশের এলাকা ৷ আর এই উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে দিল্লি মেট্রোর সেন্ট্রাল সেক্রেটারিয়েট বা কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনগুলির সমস্ত প্রবেশ এবং বোরনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর আধিকারাকিরা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বিশিষ্ট ব্যক্তি এবং পুরোহিতদের উপস্থিতিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন ।
জানা গিয়েছে, নতুন সংসদ ভবনটি কেন্দ্রীয় সচিবালয় স্টেশনের কাছে অবস্থিত ৷ যেখানে মেট্রোর ইন্টার চেঞ্জ হয় ইয়েলো লাইন এবং ভায়োলেট লাইনের মধ্যে । সকাল 8.30 টায় একটি টুইটে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন বলেছে, "দিল্লি মেট্রো রেল পুলিশের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুসারে, কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনগুলির সমস্ত প্রবেশ এবং বোরনোর পথ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ।" একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, রবিবার মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর থেকে এই দুটি স্টেশনের গেট বন্ধ ছিল ৷ কেন্দ্রীয় সচিবালয় থেকে মেট্রো পরিবর্তনের সুবিধা পাওয়া যায় । দিল্লিবাসীর সুবিধার্থে গেট বন্ধের কথা সকাল থেকে এই দুটি স্টেশনে নিয়মিত ঘোষণা করা হচ্ছে ।