নয়াদিল্লি, 28 মে: কথা ছিল আগে থেকেই ৷ সেই মতো রবিবার সাভারকর জয়ন্তীতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল 9টা নাগাদ পুজো সেরে সেঙ্গল স্থাপন করেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ দুপুর নাগাদ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার কথা ৷ উদ্বোধন করে এই নয়া ভবনটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।
বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ৷ কেন্দ্রীয় সরকার এই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানটি দু'টি পর্যায়ে হবে ৷ প্রায় 20টি দল এই অনুষ্ঠান বয়কট করেছে ৷ আর ওয়াইএসআরকংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা আগেই জানা গিয়েছে ৷ এই দলগুলির মধ্যে বেশির ভাগই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের অংশ নয় ৷
সকাল 7.15 মিনিট থেকে অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা প্রবেশ করেন নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে ৷ তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷
এরপর আরও নানা ধরনের অনুষ্ঠান হওয়ার কথা দিনের বিভিন্ন সময়ে। আজ এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি ৷ লুটিয়েন'স দিল্লির সর্বত্রই শুধু পুলিশ আর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সদর্প উপস্থিতি ৷ নয়া সংসদ ভবনের চারদিকে বহু স্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ এই ভবনটি উচ্চ-নিরাপত্তা এলাকায় অবস্থিত হওয়ায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলছে সারাক্ষণ ৷
নয়া সংসদ ভবন থেকে দু'কিলোমিটার দূরত্বে ভারতীয় কুস্তিগীররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে কুস্তিগিররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ নিজেদের দাবি নিয়ে বেশ কয়েকমাস ধরেই সরব তাঁরা।